Mamata Banerjee: আমরা সবাই চোর, ওরা সব সাধু: হুঁশিয়ারি মমতার

Chief Minister Mamata Banerjee

কেন্দ্রীয় সংস্থাগুলির সূত্রে খবর, আগামী দিনে একাধিক দুর্নীতি মামলায় তৃণমূলের নেতা কর্মীদের তালিকা আরও বড় হচ্ছে। ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে। গোরু পাচার মামলায় জেলা হেফাজতে অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষিতে আক্রমণাত্মক মমতা। ২৯ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সরাসরি কেন্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন (Mamata Banerjee)  মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো বলেন, পার্থ চোর হলে আইনি বিচার হবে। কিন্তু কেষ্ট চোর, ববি চোর, অরূপ চোর, অভিষেক চোর, আমাকেও চোর বলছে। তিনি বলেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তব্য রেখেছে। আগামী দিনে ওকেও নোটিশ পাঠানো হতে পারে। অভিষেকের বউকে নোটিশ পাঠিয়েছিল। এবার ২ বছরের বাচ্ছাটাকে নোটিশ দিতে পারে। আমি বলব ওকে নিয়ে যাস। চিনিয়ে রাখিস।

   

মমতার বার্তা, আমরা সবাই চোর আর ওঁরা সব সাধু? আমার সম্পত্তি নিয়েও নাকি মামলা হয়েছে। প্রাক্তন সাংসদ হিসেবে মাসে ১ লক্ষ টাকা পেনশন পেতাম, নিইনি। মুখ্যমন্ত্রী হিসেবে মাসে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা বেতন নিই না।

মুখ্যমন্ত্রীর বার্তা, এখন যদি ববির বাড়িতে নোটিশ ধরায় তাহলে জানবেন সাজানো। এমনকি কেষ্ট ভালো ছেলে বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি মমতার।

মুখ্যমন্ত্রী তোপ দাগতে ছাড়েনি বাম নেতাদের বিরুদ্ধেও। সিপিআইএমকে লক্ষ্য করে তৃণমূল সুপ্রিমোর দাবি, কথায়, আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায়? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে পয়সা নিয়েছ , আর চাকরি দিয়েছ। তাই সিস্টেমটা ওরাই ভালো জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন