Rajanya Halder: তৃণমূলের রাজন্যাকে লোকসভায় প্রার্থী করতে চেয়ে বিজেপির প্রস্তাব

rajanya halder

তৃণমূল ছাত্র সংগঠনের সুপরিচিত মুখ রাজন্যা হালদার (Rajanya Halder) কি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন? এমনই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তৃণমূলের রাজন্যা কী করে বিজেপির টিকিটে ভোটে দাঁড়াবেন? সেটাই এখনও স্পষ্ট নয়! তবে সূত্রের খবর বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজন্যা এবং তাঁর স্বামী প্রান্তিক চক্রবর্তীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে আপাতত বিজেপি যাচ্ছেন না রাজন্যা ও প্রান্তিক এমনই খবর মিলেছে। জানা গিয়েছে, ৭ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে দু’জনকে। সেক্ষেত্রে আর সামান্য অপেক্ষা করলেই চূড়ান্ত খবর পাওয়া যাবে। ২১ শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের হয়ে ঝড় ওঠাতে দেখা যায় রাজন্যাকে। রাজন্যা আগামীদিনের সম্ভাবনাময় নেত্রী হয়ে উঠতে পারেন বলেও কারও কারও মত।

   

রাজন্যা আদৌ বিজেপিতে যোগ দেবেন কিন্তু সেই নিয়ে বিজেপি দলের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রান্তিক চক্রবর্তী Kolkata24x7-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “হ্যাঁ, লোকসভায় প্রার্থী করতে চেয়েই রাজন্যার জঙ্গে যোগাযোগ করেছিল বিজেপি।” তবে কোন কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্রান্তিক জানিয়েছেন, “রাজন্যার বিজেপিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই।”

তৃণমূল ছাত্র আন্দোলনের তিন মুখ তথা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ। এই তিনজনকে এখনও টিকিট দেয়নি তৃণমূল। সেক্ষেত্রে রাজন্যাকে বিজেপি লোকসভার টিকিট দিলে কি এই তিনজনের মনের ওপর কোনও প্রভাব পড়বে? এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। তবে আর দু-এক দিন অপেক্ষা করলেই জানা যাবে রাজন্যা বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা!

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন