শুভেন্দু পরিবারের কোটি কোটি টাকার হদিস দিলেন কুণাল ঘোষ

Suvendu Adhikari

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ শনিবার এক্স হ্যান্ডেলে শিশির অধিকারীর সম্পত্তির তথ্য প্রকাশ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সম্পত্তির তথ্য সামনে আনতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শিশির অধিকারীর সম্পত্তির তথ্য বিস্তারিতভাবে সামনে এনে কুণাল ঘোষ লেখেন, ‘কোন জাদুবলে এমনটা সম্ভব হল।‘  তৃ়ণমুল সাংসদ হলেও শিশির অধিকারী এখন বিজেপির ঘনিষ্ঠ।

Advertisements

এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, “২০০৯ সালে নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী জানিয়েছিলেন তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু এরপই তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। এর পরই ২০১২ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে ঘোষণা অনুযায়ী সেই সম্পদের পরিমাণই দাঁড়ায় ১০ কোটিরও বেশি। আবার ২০১৯ সালে শিশির জানিয়েছেন, সম্পদের পরিমাণ ৩ কোটি।তথ্য ঠিক না ভুল? ১০ লাখ তিন বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল? এটা কোন জাদু?’

   
Advertisements

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।“ এই বক্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় নিজের আয়কর রিটার্নের নথি পেশ করেন। এরপরই তার পাল্টা উত্তর দিলেন কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।