HomeWest BengalKolkata Cityবাংলাকে গুজরাট-মধ্যপ্রদেশ বানাতে দেব না, হুঙ্কার অভিষেকের

বাংলাকে গুজরাট-মধ্যপ্রদেশ বানাতে দেব না, হুঙ্কার অভিষেকের

- Advertisement -

সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপি মিথ্যা প্রচার করেছে, কিন্তু বাংলার মানুষ ২০১৯-এর লোকসভা ভোটে তাদের জবাব দিয়েছে। বিজেপি এখনও শিক্ষা নেয়নি। তারা বাংলা সম্পর্কে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার চালাচ্ছে, কিন্তু বাংলার মানুষ তাদের ষড়যন্ত্র সত্ত্বেও রাজনীতির আসল ছবি বুঝতে পেরেছে।

এমনকি নির্বাচনের পরেও বিজেপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, রাজ্যের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষের দৃঢ় মনোবল এবং উন্নয়নের প্রতি তাদের অনড় আস্থা এই সব ষড়যন্ত্রকে অকার্যকর করেছে। বাংলাকে গুজরাট কিংবা মধ্যপ্রদেশের মতো পরিস্থিতিতে পরিণত করতে পারবে না বিজেপি। আমাদের রাজ্য অতীতে বহু সংকটের মধ্যে থেকেও, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে গেছে, এবং ভবিষ্যতেও এই পথ অব্যাহত থাকবে।

   

রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করে চলেছে। যেমন, ২১ লক্ষ মানুষের আবাসের টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়ন কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেছে, আর বিজেপি বারবার এই প্রকল্পগুলির বিরুদ্ধে কথা বলছে। তবে, বাংলার মানুষ জানে, সরকারের প্রতি তাদের আস্থা অটুট থাকবে, কারণ সরকার তার কাজ করছে এবং রাজ্যের উন্নতি সুনিশ্চিত করছে।

আমরা, তৃণমূল কংগ্রেস, বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখব। বাংলার মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করব, এবং বিজেপির ষড়যন্ত্র কখনও সফল হতে দেব না।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular