Nusrat Jahan: বিপুল অংকের ফ্ল্যাট দুর্নীতিতে নুসরতের দাবি, ‘সংস্থার সাথে জড়িত ছিলাম’

Bangla actress Nusrat Jahan

কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগে তৃ়ণমূল কংগ্রেস সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহানের দাবি, তিনি কোনওভাবেই এতে জড়িত নয়। তবে তিনি ওই সংস্থার সাথে জড়িত ছিলেন বলে জানান। সাংবাদিক সম্মেলনে নুসরত (Nusrat Jahan) বলেন সাফাই দিতে আসিনি। তিনি বলেন, যে কোম্পানির সঙ্গে আমি জড়িত ছিলাম, সেই সংস্থা থেকে আমি পদত্যাগ করেছি অনেক আগেই। কোনও বিষয় না জেনে, আলোচনা করা উচিত নয়। আর একটু ধৈর্য ধরা উচিত ছিল।

ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে নুসরতের বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে কুড়ি কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ। অভিযোগকারীদের নিয়ে ইডির কাছে নালিশ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই দুর্নীতির বিষয়ে বেশকিছু তথ্য প্রমাণ আছে।

   

এবার এই বিষয়ে মুখ খুললেন সাংসদ নুসরত জাহান।তৃণমূল সাংসদ নুসরত বলেন, “যে কোম্পানির নামে অভিযোগ সেই কোম্পানি থেকে আমি ২০১৭ সালের মার্চ মাসে ইস্তফা দিয়েছি। ওই সংস্থা থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। ২০১৭ সালে মে মাসে সেই ঋণ আমি সুদ সহ শোধ করে দিয়েছি”।

এর সঙ্গে তিনি আরো বলেন, ” যারা ভুল করে যাদের ভয় থাকে তারা ব্যাখ্যা দেয়। এটি আদালতের বিচারাধীন বিষয় আইনত পদক্ষেপ হোক। আইন আইনের পথে চলবে। আদালতে প্রুফ জমা দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। ওই সংস্থার কোনও শেয়ার আমার নেই। “

৪২৯ জনের কাছ থেকে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে।অভিযোগকারীরা ফ্ল্যাট কেনার জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে টাকা দিয়েছিল। কিন্তু অভিযোগ সেই টাকা দিয়েই ফ্ল্যাট কিনেছেন কোম্পানির ডিরেক্টররা। অভিযোগ ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন বসিরহাটের সাংসদ। নুসরতের নামে অভিযোগ করে ইডির কাছে তদন্তের দাবি করা হয়।

তবে আজ প্রেস কনফারেন্স ডেকে এই গোটা বিষয় মুখ খুললেন নুসরত জাহান। তিনি ডকুমেন্ট সহ নিজেকে নির্দোষ জানিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন