HomeWest BengalKolkata CityTMC: বাম আমলে বাড়িতে ইডি আসেনি, বিধায়ক তাপস রায়ের ইঙ্গিতে খোঁচা খেল...

TMC: বাম আমলে বাড়িতে ইডি আসেনি, বিধায়ক তাপস রায়ের ইঙ্গিতে খোঁচা খেল তৃণমূল

- Advertisement -

দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার বর্ষীয়ান নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়ের। স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তার। ইডির হানায় হতবাক খোদ তৃণমূল (TMC) বিধায়কও। তিনি জানিয়েছেন বাম আমলেও তিনি চুটিয়ে রাজনীতি করেছেন। সেই সময় পুলিশ আসেনি। এখন তার বাড়িতে ইডি এসেছে।

বিধায়ক বলেন,”৩৪ বছরে সিপিএম-এর আমলে কখনও আমার বাড়ি বা অফিসে পুলিশ আসেনি।” তিনি এও বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বরাবরই তিনি প্রতিবাদ করেছেন। সে কথা সকলেই জানে। বলেছেন, “অর্থের বিনিময়ে কোথাও কিছু হয়েছে, তা দলের মধ্যে হলেও প্রতিবাদ করেছি। ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি।”

   

তাপসবাবু এও জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি তিনি বা পরিবারের সদস্যরা কখনও হননি। তাপসবাবুর বাড়িতে ইডির হানা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার বক্তব্য, তাপসবাবু চুরি করেছেন বলে তার মনে হয় না।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী সুজিত বসুর বাড়িতে একদিকে যেমন হানা দিয়েছিলেন গোয়েন্দারা। তেমনই হাজির হয়েছিলের তাপস রায়ের বাড়িতেও। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এ দিন হানা দিয়েছিলেন তারা। দীর্ঘ জেরা ও তল্লাশির পর তারা ফিরে যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular