Coal Scam: ফের শওকত মোল্লাতে সিবিআই তলব

CBI raids house of former chief minister Lalu Prasad Yadav in recruitment corruption case

কয়লাপাচার মামলায় ফের ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে তলব করেছে সিবিআই। আগামী ১৫ জুন নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। গত মাসের শেষের দিকে শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। তবে তিনি যাননি।

প্রথমবারের সিবিআই তলবের প্রেক্ষিতে প্রকাশ্য মঞ্চ থেকে কয়লা পাচার তো অনেক দূরের কথা, যদি ঘুঁটে পাচারের কোনও প্রমাণ দিতে পারে সেদিন ফাঁসির মঞ্চে ঝুলব।

   

এবার কি তিনি যাবেন প্রশ্ন রাজনৈতিক মহলে। এর আগে একাধিক তৃণমূল নেতাকে কয়লা পাচার মামলায় তলব করেছে সিবিআই। এই মামলায় ইডির নজরদারিতে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন