HomeWest BengalKolkata Cityজুনিয়ার ডাক্তারদের ওপর হামলার চক্রান্ত হচ্ছে, হোয়াটসঅ্যাপ চক্রান্ত ফাঁস কুণালের

জুনিয়ার ডাক্তারদের ওপর হামলার চক্রান্ত হচ্ছে, হোয়াটসঅ্যাপ চক্রান্ত ফাঁস কুণালের

- Advertisement -

জুনিয়ার ডাক্তারদের ধর্ণার মধ্যেই বিস্ফোরক মন্তব্য তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে। বহিরাগতদের দিয়ে আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে হামলার ছক করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে বিপাকে ফেলার ছক কষা হচ্ছে বলে দাবি কুণালের। হোয়াটস অ্যাপে একটি গোপন চ্যাট বার্তা শুনিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার চক্রান্ত করা হয়। হোয়াটসঅ্যাপে হামলার চক্রান্ত করা হয়। কোনও এক ব্যক্তি বলেছেন সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। বাম ও অতি বামেদের এই হামলার ছক। আরএসএস ও নকশালেরা রয়েছে ধর্ণাস্থলে।

   

পাশাপাশি তিনি বলেন, বিজেপি নেতাদের অবাধ যাতায়াত রয়েছে। জুনিয়ার ডাক্তারদের ওপর হামলার জন্য পরিকল্পনা করছে দুষ্কৃতীরা। অডিও ক্লিপ শুনিয়ে বিস্ফোরক অভিযোগ কুণালের। সেই ক্লিপে বাপ্পাদা বলে একজন সন্দেহভাজনের নাম উঠে এসেছে।

গতকাল নবান্নে তরজার সময়েই এই চক্রান্ত করা হয়, দাবি কুণালের। জুনিয়ার ডাক্তারদের ওপর হামলা করে রাজ্যকে বিড়ম্বনায় ফেলার চক্রান্ত। কলকাতার নয়, বাইরের লোককে দিয়ে হামলার ছক করা হচ্ছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular