HomeWest BengalKolkata CityAbhishek Banerjee: ১ ঘণ্টায় জেরা শেষ, ইডি অফিস থেকে বেরোলেন অভিষেক

Abhishek Banerjee: ১ ঘণ্টায় জেরা শেষ, ইডি অফিস থেকে বেরোলেন অভিষেক

- Advertisement -

নিয়োগ দুর্নীতির তদন্তে তৃ়নমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় দফায় মাত্র ১ ঘণ্টা জেরা করল ইডি। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বললেন, কিছু নথি চাওয়া হয়েছিল সেগুলো জমা করেছি। জানা যাচ্ছে ৬ হাজার পাতার নথি জমা করেছেন অভিষেক। এরপর তাঁকে চলে যেতে বলেন ইডি গোয়েন্দারা।সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মাত্র ২ দিন সময় পেয়েছিলাম। তার মধ্যে সব নথি জোগাড় করতে হবে। আরও নথি প্রয়োজন হলে দেব। আদালত বলেছিল, আগে নথি জমা করতে, প্রয়োজন পড়লে তলব করা হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশকে হাতিয়ার করে আমি হাজিরা এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমি কখনও অজুহাত খুঁজিনি, ভবিষ্যতেও খুঁজব না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও থেকে বেরিয়ে বলেন, “বারবার যে কথা বলেছি। আজও সে কথা বলে এসেছি। আমি তদন্তকারী সংস্থাকে সাহায্য করেছি। আবারও করব। নবজোয়ার কর্মসূচির মাঝেও আমি এসেছি।“ অভিষেক জানান যে তিনি সাড়ে ৬ হাজার পাতার রিপ্লাই এদিন জমা দিয়েছেন তিনি। সেগুলো দেখার পর ইডি তাঁকে ফের ডাকতে পারেন। তিনি জানান, তদন্তকারী সংস্থাকে আগেও সাহায্য করেছেন, আবারও করবেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ইডি দফতরে প্রবেশ করেন অভিষেক। ১ ঘণ্টা পর দুপুর ১২ টায় সেই দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক।

   

নিয়োগ দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার তলব করা হয় তৃণমূল সাংসদকে। যে সংস্থার অন্যতম কর্তা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের, সেই সংস্থার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। এরপর একাধিকবার তলব করা হয় তাঁকে। এর আগে গত অক্টোবর মাসেও তলব করা হয়েছিল তাঁকে। পরে আদালতের নির্দেশে প্রয়োজনীয় নথি পাঠানো হয় কেন্দ্রীয় সংস্থার অফিসে।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় তিনি যেতে পারেননি। দুর্গাপূজার সময়ে তলব করা যাবে এমন নির্দেশ ছিল আদালতের। তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে এই ছিল নির্দেশ। সেই মতো অভিষেককে ডেকে পাঠায় ইডি। জেরায় হাসিনা দিয়ে এক ঘণ্টার মধ্যেই তিনি বাইরে আসেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular