HomeWest BengalKolkata Cityঅভিষেকের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক, নিয়োগ সমাধান অধরা

অভিষেকের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক, নিয়োগ সমাধান অধরা

- Advertisement -

বৈঠক হলো কিন্তু সমাধান মিলল না। ৫০২ দিন ধরে ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে আন্দোলন করে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীরা। জটিলতা কাটাতে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্র।

আলোচনায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিষেকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বল্ই জানালেন চাকরিপ্রার্থী সৈদুল্লাহ। তবে তিনি বলেন, কত দিনের মধ্যে নিয়োগ হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তা আগামী বৈঠকে স্থির করা হবে।এমনটাও ইঙ্গিত মিলেছে।

   

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নবম থেকে দ্বাদশ, মেধা তালিকা ভুক্ত প্রত্যেক চাকরিপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন। আইনি ও প্রশাসনিক যে সমস্ত জটিলতা রয়েছে, সেগুলি কাটিয়ে নিয়োগের জন্য ব্যবস্থা করবেন। এবিষয়ে আশ্বস্ত করেছেন তিনি।

সৈদুল্লাহ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক হয়েই এই পদক্ষেপ নিয়েছেন। ২০১৬ সালে যারা বঞ্চিত হয়েছিল সকলকে নিয়োগ করা হবে। এবিষয়ে আশ্বস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আন্দোলন তুলে নেওয়ার বিষয়ে কোনো কথা হয়নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular