মে দিবস উপলক্ষ্যে দলীয় দফতর খোলা ও পতাকা টাঙানো ঘিরে রাজনৈতিক সংঘর্ষে তুলকালাম কাশীপুর-বেলগাছিয়া। (TMC-CPIM Clash) সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসার জেরে চলে সংঘর্ষ। দু তরফের সমর্থকরা পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে।
Advertisements
সিপিআইএমের অভিযোগ, কাশীপুর বেলগাছিয়া ৩ এরিয়া কমিটির উদ্যোগে সেভেন ট্যাংকস অঞ্চলে দখলীকৃত পার্টি অফিস উদ্ধার করা হচ্ছিল। এই অফিস খুলতে বাধা দেয় স্থানীয় তৃ়ণমুলীরা। তাদেরকে রুখে দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ, কটুক্তি করা হয় সিপিআইএম সমর্থকদের তরফে। তাদের থামাতে গেছিলেন দলীয় সমর্থকরা।
Advertisements
এদিকে সংঘর্ষের জেরে বেশকয়েকজন জখম বলে বাম নেতারা জানান। একধিক রক্তাক্ত বলেও অভিযোগ করা হয়েছে।
সংঘর্ষের পর এলাকা থমথমে। এলাকাবাসী আতঙ্কিত। সিপিআইএমের তরফে বলা হয়েছে পার্টি অফিস থেকে জবরদখল হটানো হয়েছে।



