HomeWest BengalKolkata CityTMC: ভোটের আগে তৃণমূলের 'গর্জন সভা', ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকেরা

TMC: ভোটের আগে তৃণমূলের ‘গর্জন সভা’, ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকেরা

- Advertisement -

২৪-এর লোকসভা ভোটের আগে পেশি শক্তি দেখাতে আজ রবিবার ব্রিগেডে মহাগর্জন সভার ডাক দিয়েছে শাসক দল তৃণমূল (TMC)। সকাল থেকে ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকেরা।

আজ রীতিমতো হাইভোল্টেজ রবিবার। ভোট ময়দানে তৃণমূলের হাতিয়ার সেই কেন্দ্রীয় বঞ্চনা। বিজেপির বিরুদ্ধে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের। এবারের ব্রিগেডে রয়েছে বেশ কিছু চমক। ব্রিগেডকে মোট ৫৬টি জোনে ভাগ করা হয়েছে। অর্থাৎ মঞ্চের সামনে দুদিকে ২৮টি করে জোন। মাঝ বরাবর লম্বা প্রায় ১০০ ফুটের আড়াআড়ি যোগচিহ্নের মতো দুটি র‌্যাম্প। 

   

আজ বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ ক্রে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিয়ে তৃণমূলের তরফে ব্রিগেড চলো-র আহবান জানানো হয়েছে।

ব্রিগেড সমাবেশে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। এদিকে তৃণমূলের আজকের এই ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘জনগর্জন নয়, চোরেদের বিসর্জন সভা।’ অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান, ‘তর্জন গর্জনই হবে শুধু, বর্ষণ হবে না।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular