ধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতাই নবান্ন আন্দোলনের মুখ দাবি তৃণমূলের

আরজি কর (RG Kar) কাণ্ডে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় রাজনৈতিক যোগসূত্রে থাকায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের প্রতিটি পেশার মানুষ।

Advertisements

এবার সেই আন্দোলন আরো তীব্রতর করে তুলতে আগামী ২৭ ই অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দুপুর দুটো থেকে এই অভিযান শুরু হওয়ার কথা। মূলত বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সমর্থনেই এই অভিযান হবে বলে জানা গিয়েছে।

Kolkata police: নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষা, পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা পুলিশের

তবে এরমধ্যে নয়া টুইস্ট তুলে ধরেছে শাসক দল তৃণমূল। নবান্ন অভিযানের তিন উদ্যোক্তা তাঁদের কর্মসূচিকে ‘অরাজনৈতিক’ বলে দাবি করলেও শাসক তৃণমূল আগাগোড়া দাবি করে এসেছে যে, এর নেপথ্যে বিজেপি রয়েছে। রবিবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র তরফে দাবি করা হয়, ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের এক হোতাই ধর্ষণে অভিযুক্ত! তবে অভিযুক্ত ওই ছাত্রনেতা শুভঙ্কর হালদারের দাবি, তৃণমূল ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে।

তৃণমূলের ১০ সাংসদ-বিধায়ক যৌন হেনস্থায় অভিযুক্ত, বিজেপি শীর্ষে ও দ্বিতীয় কংগ্রেস

Advertisements

তবে তৃণমূলের দাবি ধর্ষণে অভিযুক্ত শুভঙ্কর আগে টিএমসিপি করত। কিন্তু দলের সিদ্ধান্তে তাঁকে বরখাস্ত করা হয়। তবে একসময় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি করত বলেও জানা গিয়েছে। তবে এখন তিনি কোনও সংগঠনের সঙ্গে যুক্ত না থাকার কথাই জানিয়েছেন।

আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে ‘সন্দীপ ঘনিষ্ট’ ফরেন্সিক অধ্যাপক

তার কথায়, “এক সময় এবিভিপি করতাম, কিন্তু সংগঠনের নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণে অনেক দিন আগেই এবিভিপি ছেড়ে দিয়েছি।”