HomeWest BengalKolkata CityWeather update : কলকাতা দেখল বছরের প্রথম শিলাবৃষ্টি, জারি কমলা সতর্কতা

Weather update : কলকাতা দেখল বছরের প্রথম শিলাবৃষ্টি, জারি কমলা সতর্কতা

- Advertisement -

বছরের প্রথম শিলাবৃষ্টি দেখল শহরবাসী। বৃহস্পতিবার দুপুরে শহরের বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এই ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি দিল বৃষ্টি। বিগত সোমবার থেকে শহরের তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করেছে। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেয়েছে শহরবাসী। হাওয়া অফিস আগে থেকেই বলেছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহে আবহওয়ার উন্নতি হবে। সেই মতোই কিছুটা হলেও মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলায়। তবে কলকাতায় বহুদিন পরে শিলাবৃষ্টি হলো।

আজকে বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি খবর শোনা গেলেও কলকাতায় দীর্ঘদিন পর শিল পড়তে দেখা যায় এদিন। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা যেমন- যাদবপুর, কুঁদঘাট সহ একাধিক জায়গায় শিলাবৃষ্টি দেখা গিয়েছে। তবে কলকাতার আকাশে ১৩ কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘ রয়েছে বলে আলিপুর আহাওয়া দফতর সূত্রে খবর। উঁচু মেঘের জেরেই মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে। বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা আগেই জারি করা হয়েছে।

   

হাওয়া অফিস সূত্রে খবর, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বজ্রপাতের সতর্কতা আগেই জারি করা হয়েছিল। আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular