HomeWest BengalKolkata CityTMC: তিন বিধায়কের মুখে আঙুল, কীসের ইঙ্গিত

TMC: তিন বিধায়কের মুখে আঙুল, কীসের ইঙ্গিত

- Advertisement -

 

লোকসভা ভোটের কুরুক্ষেত্র এখন ব্যারাকপুর। ইতিমধ্যে অর্জুন সিং ঘোষণা করেছেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন। তাঁর মানে মোটামুটি এটা স্থির যে তিনি বিজেপির টিকিটেকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে লড়বেন। প্রসঙ্গত বুধবার তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন বলে ঘোষণা করে দেন। তাঁকে লোকসভা আসনের টিকিট না দেওয়ায় তিনি ‘অপমানিত’ হয়েছেন বলে দাবি করেন।।

   

উল্লেখ্য ব্যাকারপুর লোকসভায় মোট সাতটি বিধানসভা আছে। সেই বিধানসভা এলাকার তিন বিধায়কের একটি ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বীজপুর বিধাসভার বিধায়ক সুবোধ অধিকারী, ব্যাকারপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। তিনজনের মুখে আঙুল। ছবির ক্যাপশন, ” নীরবতায় বুদ্ধিমান ব্যক্তিদের আসল পরিচয়”। ছবিটি সমাজ মাধ্যমে আপলোড করেছেন সুবোধ অধিকারী।

ব্যারাকপুর লোকসভার অন্দরে কান পাতলে শোনা যায় সুবোধ অধিকারীর সঙ্গে আদায় কাঁচকলায় অর্জুন সিং-এর। আর সোমনাথ শ্যাম এবং অর্জুন বাবুর সম্পর্কের কথা এখন সবাই জানেন। ইদানীং দুজন দুজনের বিরুদ্ধে সময় পেলেই সুর চড়িয়েছেন। শুধু তাই নয় সোমনাথ শ্যাম দিদিকে চিঠি লিখেছিলেন যেন অর্জুন সিংকে টিকিট না দেওয়া হয়। আর রাজ চক্রবর্তীর সঙ্গেও বিশেষ ঘনিষ্ঠতা নেই অর্জুন বাবুর। প্রসঙ্গত তিনজনেই ‘দাদা’ পার্থর ভক্ত। সম্প্রতি সুবোধ বাবু নাটকে অভিনয় করেন পার্থ ভৌমিকের সঙ্গে আর পরিচালক রাজের ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করেন পার্থ বাবু।

এইটুকু আঁচ করাই যায় যে এই পোস্ট অর্জুন সিংকে উদ্দেশ্য করে লেখা। তবে কী বলতে চাইলেন সুবোধ অধিকারী ? তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেননি। তবে এইদিনই পার্থ ভউমিক্ক ঘোষণা করেছেন তাঁর নির্বাচনী এজেন্ট হচ্ছেন সৌরভ সিং, অর্থাৎ অর্জুন সিং এর ভাইপো।

ঘরে বাইরে সিংজিকে দাপিয়ে রাখার চেষ্টা কি সফল হবে ? সেটা হয়ত সময়ই বলবে তবে আপাতত সমাজ মাধ্যমের এই যুদ্ধ অনেকেরই নজর কাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular