সল্টলেক স্টেডিয়ামে অনিয়ম, আদালতে তিনজনের জনস্বার্থ মামলা

Three Public Interest Lawsuits Filed Over Chaos at Salt Lake Stadium
Three Public Interest Lawsuits Filed Over Chaos at Salt Lake Stadium

কলকাতা: সল্টলেক স্টেডিয়ামে মেসির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। তাদের মধ্যে একজন মামলাকারী হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অন্যজন হলেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

মামলাগুলিতে মূল অভিযোগ হল, সল্টলেক স্টেডিয়ামের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অনিয়ম এবং তা নিয়ে সরকারী পদক্ষেপে স্বচ্ছতা ও নিয়মের অভাব। মামলায় আরও দাবি করা হয়েছে যে, রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছে সেই ক্ষমতা আসলে রাজ্যের নেই। অর্থাৎ, কমিটি গঠন করার নিয়ম ও ক্ষমতার বাইরে সরকারের এই উদ্যোগ বেআইনি এবং অনিয়মের মধ্যে পড়ে।

   

শুভেন্দু অধিকারী এই মামলার প্রসঙ্গে সাংবাদিকদের জানান, “সল্টলেক স্টেডিয়ামে চলমান অনিয়ম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জনগণ জানার অধিকার রাখে। আমাদের দাবি, এই বিষয়টি স্বচ্ছ ও যথাযথভাবে তদন্ত করা হোক।” তিনি আরও বলেন, “যে কমিটি গঠন করা হয়েছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজ্যের এমন ক্ষমতা নেই, তাই এটি পুনর্বিবেচনার দাবি করা হচ্ছে।” রাজ্য সরকারের তরফে এখনও এই মামলার প্রতি কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে এই ঘটনা ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে, শুভেন্দু অধিকারীর অংশগ্রহণ এই মামলায় রাজনৈতিক দিকও এনে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন ও স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্পের প্রেক্ষাপটে এই মামলাগুলি আরও নজর কাড়বে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন