HomeWest BengalKolkata Cityমমতা সরকারের সাথে 'নিস্ফলা বৈঠক', ফের ফুঁসছে কুড়মি সমাজ

মমতা সরকারের সাথে ‘নিস্ফলা বৈঠক’, ফের ফুঁসছে কুড়মি সমাজ

- Advertisement -

তফশিলি অধিকারভুক্ত হতে বারবার আন্দোলন ও সাম্প্রতিক পাঁচ দিনের অবরোধের পরও কুড়মি সমাজের দাবি রাজ্য সরকারের সাথে বৈঠক নিস্ফলা। মুখ্যসচিবের সাথে বৈঠকে একাধিক দাবি তুলে ধরে কুড়মি সমাজের প্রতিনিধিরা। বৈঠকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। এরপর কি ফের অবরোধের পথে কুড়মিরা?

বৈঠক শেষে প্রতিনিধি দলের তরফে জানানো হয়, এই বৈঠকে খুশি নন তারা। রাজ্য সরকার তাদের মূল দাবি মানছে না। পবৈঠকে সিআরআই জাস্টিফিকেশন নিয়ে কমিটি গঠনের দাবি তুলেছিল তারা। কিন্তু তাদের এই দাবি মানতে চাননি মুখ্যসচিব। পরবর্তী কর্মসূচি দ্রুত জানানো হবে বলছেন কুড়মি নেতারা।

   

গত সপ্তাহ ধরে কুড়মি অবরোধে জঙ্গলমহলের জেলাগুলি কলকাতা ও হাওড়া থেকে সড়ক-রেলপথে বিচ্ছিন্ন হয়ে গেছিল। রাজ্য সরকারের তরফে বারবার বৈঠকে বসার আহ্বান জানানো হয়। টানা পাঁচ দিন বৈঠকের পর অবরোধ তুলে বৈঠকে বসে দুপক্ষ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular