HomeWest BengalKolkata CityHaimanti Ganguly: গোপালের মুখেই খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তীর

Haimanti Ganguly: গোপালের মুখেই খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তীর

- Advertisement -

তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের মুখে উঠে এসেছে রহস্যময়ীর নাম। সেই নাম নিয়োগ দুর্নীতির এখন হটকেক। পরিচয়ে গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। কুন্তলের কথায়, অর্পিতার মতো নিয়োগ দুর্নীতির বিরাট অঙ্কের টাকা হৈমন্তীর কাছ রয়েছে। কিন্তু কোথায় হৈমন্তী? খুব শীঘ্রই প্রকাশ্যে আসবেন। এমনটাই জানালেন গোপাল দলপতি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, হৈমন্তীর সঙ্গে কথা হয়েছে। তিনি খবর পাঠিয়েছিলেন। যোগাযোগ করা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তাহলে কী এবার নিয়গ দুর্নীতি নিয়ে সমস্ত কিছু পরিষ্কার হতে চলেছে?

   

যদিও গোপাল দলপতির বক্তব্য ছিল, নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই হৈমন্তীর। শুধুমাত্র ভালোবাসার মানুষ হিসেবে তাঁর ওপর ভরসা করে সমস্ত কাগজে সই করেছিল সে। কোথায় কত টাকার লেনদেন হয়েছে, সে সম্পর্কে কিছুই জানেন না হৈমন্তী।

কোন শহরে রয়েছে হৈমন্তী? এবিষয়ে কোন কিছুই জবাব দিলেন না গোপাল। বরং জানালেন, আইন এবং মিডিয়ার প্রতি তাঁর সম্মান রয়েছে। তাঁর বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার হয়েছে, সেই সমস্ত অপপ্রচারের জবাব তিনি দেবেন। কিন্তু তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন হৈমন্তী? উঠছে প্রশ্ন।

কারণ, একাধিক চাকরি প্রার্থীদের নাম রোল নম্বর উদ্ধার হয়েছে হৈমন্তীর বেহালার ফ্ল্যাট থেকে। তবে কী সেখানেও নিয়োগ দুর্নীতির জাল বিছিয়ে থাকত? কুন্তলের সঙ্গে গোপালের লেনদেন সম্পর্কে মুখ খুলবেন তিনি?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular