শর্ত বেঁধে শুভেন্দুকে মিছিলের অনুমতি হাই কোর্টের

subhendu wants paramilitary forces in assembly

অবশেষে মিছিলের অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে ২১ অক্টোবর মিছিল করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু পুলিশের কাছ থেকে সেই অনুমতি না মেলায় হাই কোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।

Advertisements

এবার শুক্রবার হাই কোর্ট থেকে সেই মিছিল করার অনুমতি পেলেন তিনি। সোমবার উলুবেড়িয়ায় মিছিল করার অনুমতি পেয়েছেন বিজেপি নেতা শুভেন্দু। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীকে কয়েকটি শর্ত বেঁধে মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়েক।

কী কী শর্ত দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে? বিচারপতি জানিয়েছেন, সেই মিছিলে ২ হাজারের বেশি জমায়েত করা যাবে না। সেইসঙ্গে দুপুর ২টো থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সভা করার অনুমতি মিলেছে। এর পাশাপাশি ১৬ নম্বর জাতীয় সড়কে কোনও রকম যানজট তৈরী করা যাবে না। তবে এখানেই শেষ নয়।

Advertisements

এর পাশাপাশি আদালতের পক্ষ থেকে নির্দেশ দিয়ে আরও বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর সোমবারের সভায় দায়বদ্ধ স্বেচ্ছাসেবক হিসেবে ৫ জনের নাম পুলিশকে দিতে হবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে সেই সভায় যাতে কোনও রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা না হয় সেটা নিশ্চিত করতে বলা হয়েছে।

আর প্ররোচনামূলক বক্তব্যের জন্য অশান্তি হলে তার দায়ভার উদ্যোক্তাদের নিতে হবে বলে শুক্রবার আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি না মেলায় হাই কোর্টে দ্বারস্থ হওয়ার পর শুক্রবার উলুবেড়িয়ায় মিছিল করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।