HomeWest BengalKolkata Cityযশোর রোডে TET পরীক্ষার্থীদের প্রতিবাদ, সাংসদ-বিধায়কের গাড়ি ঘিরে আন্দোলন

যশোর রোডে TET পরীক্ষার্থীদের প্রতিবাদ, সাংসদ-বিধায়কের গাড়ি ঘিরে আন্দোলন

- Advertisement -

কলকাতা ২৪ সেপ্টেম্বর:  টেট পরীক্ষার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার অবস্থা বারাসাতে। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। এদিন তাঁরা যশোর রোড অবরুদ্ধ করে তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করে যান চলাচল বন্ধ রাখে, ফলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়।

টেট পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে শূন্যপদ রয়েছে এবং সরকারের দেওয়া সময়সীমা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। বহু শিক্ষার্থী প্রার্থনার মাধ্যমে প্রস্তুতি নিলেও এখনও চাকরিতে স্থায়ী হওয়ার সুযোগ পাননি। এই দীর্ঘ প্রতীক্ষা শিক্ষার্থীদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। আন্দোলনকারীদের দাবি, “আমরা দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। অবিলম্বে আমাদের নিয়োগের ঘোষণা করা হোক।”

   

বিক্ষোভের সময় টিএমসি সাংসদ সৌগত রায় এবং বিধায়ক নির্মল ঘোষের গাড়ি আন্দোলনকারীদের ঘিরে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ উপস্থিত হয়, কিন্তু আন্দোলনকারীরা সরতে রাজি হননি। পুলিশকে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে দেখা যায়, যাতে রাস্তায় ধীরগতিতে যান চলাচল শুরু করা যায়। তবে শিক্ষার্থীরা পুলিশি পদক্ষেপের মধ্যেও প্রতিবাদ চালিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা জানান, বিক্ষোভের কারণে পুরো এলাকায় পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। বাজারে পণ্য সরবরাহে বিলম্ব এবং যাত্রীদের দৈনন্দিন কাজকর্মে বিরক্তি বৃদ্ধি পায়। রোড অবরুদ্ধ হওয়ায় জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের চলাচলেও সমস্যা সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা জানান, এই পরিস্থিতি সাময়িক হলেও তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনও হতে পারে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular