সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, বজায় থাকবে শীতের ছোঁয়া

Kolkata weather update

কলকাতা: নভেম্বরের শুরু থেকেই রাজ্যজুড়ে (Bengal weather update) নেমে এসেছে শীতের হাওয়া। কলকাতা থেকে উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চল থেকে উপকূল সব জায়গাতেই এখন শীতের আমেজ। সকালে কুয়াশা, রাতের দিকে ঠান্ডা হাওয়া, আর দিনভর রোদের মিষ্টি উষ্ণতা সব মিলিয়ে শীত এখন নিজের ছন্দে। তবে এই আবহে রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা, জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।

Advertisements

তিনি জানিয়েছেন, উইকেন্ড পর্যন্ত শীতের এই মনোরম আবহাওয়া বজায় থাকবে। তবে রবিবার থেকে পারদ সামান্য বাড়তে পারে। তবুও সকালের দিকে এবং রাতে শীতের আমেজ থাকবে।

   

বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই এলাকায় তাপমাত্রা নেমে গেছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঠান্ডার কারণ অবাধ পশ্চিমী হাওয়া। কোনও পশ্চিমী ঝঞ্ঝা বা বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় না থাকায় শীতল হাওয়া অবিরামভাবে রাজ্যে প্রবেশ করছে। ফলে নভেম্বরের প্রথম থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

উত্তরবঙ্গের পার্বত্য জেলা যেমন দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে তাপমাত্রা আরও কমছে। সেখানে সকালের দিকে ঘন কুয়াশা ও দিনের বেলায় হালকা রোদ দেখা যাচ্ছে। অপরদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই অঞ্চলগুলিতেও ভোরবেলা সামান্য ধোঁয়াশা দেখা দিচ্ছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

বিশেষজ্ঞদের মতে, শনিবার পর্যন্ত আবহাওয়া স্থিতিশীল থাকবে, অর্থাৎ শীতের মেজাজ বজায় থাকবে। রবিবার থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যা হালকা আর্দ্রতার বৃদ্ধি ও পশ্চিমী হাওয়ার গতি কমে যাওয়ার ফল।

Advertisements

তবে এই সামান্য উষ্ণতা শীতের আমেজকে ঢেকে ফেলবে না। সকালে ও রাতে ঠান্ডার অনুভূতি থাকবে যথেষ্ট। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও পারদ দ্রুত নেমে আসবে সন্ধ্যার পরেই।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, “এখনও পর্যন্ত কোনও নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই। ফলে শীতের প্রভাব বজায় থাকবে। রবিবার থেকে পারদ কিছুটা বাড়লেও, শীতের ছোঁয়া থাকবে সকাল ও রাতে।”

চাষিদের ক্ষেতেও এই আবহাওয়া বেশ অনুকূল। বৃষ্টি না থাকায় ধান কাটার কাজ বাধাহীনভাবে চলছে। তাপমাত্রা তুলনামূলক কম থাকায় সবজি চাষের ফলনও ভালো হচ্ছে।

নভেম্বরের মাঝামাঝি এসে বাংলার আবহাওয়া এখন শীতের পূর্ণ মাত্রায়। সকালের কুয়াশা, দুপুরের মিষ্টি রোদ আর সন্ধ্যার ঠান্ডা হাওয়ায় জমে উঠেছে রাজ্যজুড়ে শীতের ছন্দ। রবিবার থেকে সামান্য উষ্ণতা আসলেও, সেই শীতের রোমাঞ্চে কোনও ভাটা পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।