HomeEntertainmentশাকিরার 'ওয়াকা ওয়াকা' সুরে গান বাঁধলেন 'রাঙাবউ'

শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ সুরে গান বাঁধলেন ‘রাঙাবউ’

- Advertisement -

শহরের মন ভালো নেই। কারণটা সকলের জানা। আর এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার গান বাঁধলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে একাধিকবার প্রতিবাদে সরব হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। পথে নেমে জোর গলায় স্লোগান দিতেও দেখা গেছে। ন্যায়বিচারের পক্ষে একাধিকবার আওয়াজ তুলেছেন তিনি।

এবার বিখ্যাত পপ গায়িকা শাকিরার গানের সুরে প্রতিবাদের গান বাধলেন ‘ত্রিনয়নী’ ও ‘রাঙাবউ’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। নিজেই গানের কথা লিখেছেন শ্রুতি। স্বকণ্ঠে গান গেয়ে শহরের ক্ষততে মলম লাগাবার চেষ্টা করেছেন তিনি। এই গান গেয়েই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমষ্ঠান জানিয়েছেন তিনি। তাঁর এই গান শুনে নেটিজেনদের অনেকেই শ্রুতির গলার প্রশংসা করেছেন।

   
 

এর আগেও সোশ্যাল মিডিয়ায় বরাবর এই ঘৃণ্য কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন তিনি। সম্প্রতি স্বামী স্বর্ণেন্দুর জন্মদিন পালন করতে একটি রেস্টুরেন্টে গেছিলেন তিনি। সেই ভিডিও ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে অনেকে মনে করেছেন যে প্রতিবাদ ভুলে বোধহয় আনন্দ উৎসবে ফিরলেন অভিনেত্রী। কিন্তু, তাঁর এই প্রতিবাদী প্রয়াস সকলের এই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular