‘সীমাহীন,অবারিত প্রজনন!’ বাংলাদেশের স্কিল সেটে বেলাগাম তথাগত

tathagata-roy-controversial-comments-on-bangladesh

কলকাতা: শুধুই সীমাহীন প্রজনন এবং তার ফলে বেলাগাম জনসংখ্যা (Tathagata Roy)। এ ছাড়া আর কোনও স্কিলসেট নেই বাংলাদেশের। এমনটাই মনে করছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তথাগত বলেছেন বাংলাদেশ ভারতীয়দের বানানো এবং বাংলাদেশিরা যারা আজ মনে করছেন এই দেশে তাদের অবদান বেশি তারা ভুল করছেন। তথাগত তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন বাংলাদেশ আদতে ভারতের সহায়তায় তৈরি হওয়া একটি রাষ্ট্র।

Advertisements

তিনি বলেন অনেক বাংলাদেশি নাগরিক আজ মনে করেন যে তাঁদের নিজেরাই পাকিস্তানি সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছেন, কিন্তু সেই ধারণা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, ১৯৭১ সালে ভারতের ভূমিকা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না। তাঁর অভিযোগ, ইতিহাসের এই দিকটিকে উপেক্ষা করেই আজ কিছু অংশের মানুষ ভারতকে হুমকি দেওয়ার মানসিকতা পোষণ করছেন।

   

‘ব্রিগেডের জনসভায় মমতার নেতৃত্বকে টেক্কা দেবে হুমায়ুন

ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে তথাগত রায় লেখেন, বাংলাদেশের অবস্থান এমন যে দেশটিকে ভারতনির্ভর হয়েই থাকতে হবে। তাঁর মতে, দেশের চারপাশে ভারতের উপস্থিতি একপ্রকার “ভৌগোলিক শাস্তি”, যার ফলে বাংলাদেশ চাইলেও ভারত থেকে পুরোপুরি আলাদা হয়ে থাকতে পারে না। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ঘাটতি রয়েছে এবং খনিজ সম্পদ তো দূরের কথা, সাধারণ পাথর পর্যন্ত ভারত থেকে আমদানি করতে হয়।

অর্থনীতির প্রসঙ্গে বিজেপির এই নেতা উল্লেখ করেন, বাংলাদেশের রফতানি যোগ্য পণ্যের তালিকাও অত্যন্ত সীমিত। তাঁর বক্তব্য অনুযায়ী, পাটজাত দ্রব্য ও সেলাই করা জামাকাপড় ছাড়া তেমন কোনও উল্লেখযোগ্য রফতানি পণ্য বাংলাদেশের নেই, এবং সেখানেও কাপড়ের কাঁচামাল অন্য দেশ থেকে আমদানি করতে হয়।

তথাগত রায়ের দাবি, এই বাস্তবতার কারণে বাংলাদেশকে অন্য দেশের দয়ার উপর নির্ভর করেই টিকে থাকতে হয়। তিনি আরও মন্তব্য করেন, ভারত যদি কোনও কারণে সেই সহায়তার পথে বাধা সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এই অংশের ভাষা ও উপমা ঘিরেই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তথাগত রায়ের এই মন্তব্যে সমর্থন করেছেন নেটিজেনরা। তারা বলেছেন আজ বাংলাদেশের মানুষের মধ্যে শুধুই ভারত বিদ্বেষ। কিন্তু ভারত ছাড়া যে বাংলাদেশের অর্থনীতি চলবে না তা তারা বোঝে না। তারা আরও বলেছেন যে একটা দেশ এবং সেই দেশের মানুষ কতটা অকৃতজ্ঞ হলে তবে যে দেশের কাছ থেকে সুযোগ সুবিধা নেয় আবার তাদের কেই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements