কলকাতা: বাংলাদেশের অর্থনীতি নিয়ে এবার কটাক্ষ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে অন্য দেশের উপর নির্ভর করে চলছে। তিনি এই পোস্টে বিস্ফোরক অভিযোগ করে বলেছেন যে বাংলদেশ ভারতে অনুপ্রবেশ করিয়ে পরজীবী রাষ্ট্র হিসেবে বেঁচে থাকার চেষ্টা করেছে। তিনি আরও বলেছেন কিন্তু সেদিন আর নেই এখন বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়ে গিয়েছে।
যার ফলে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ান হবে। শুধু তাই নয় তথাগত বলেছেন “আপনাদের যুবশক্তির সামনে ভবিষ্যৎ কী ? যে কোন মূল্যে একটা ভিসা জোগাড় করে সৌদি বা কুয়েতে গিয়ে পায়খানা পরিষ্কার করা ? আর বিবিকে সঙ্গে নিয়ে গেলে শেখেরা তো তার মজা লুটবে ! আপনাদের খাদ্য আমদানি করতে হয়, কোন খনিজ পদার্থ নেই, রফতানি যোগ্য দ্রব্য বলতে শুধু সেলাই করা কাপড় – তাও তো কাপড়টা বিদেশ থেকে আনতে হয় !
দিল্লির বিভিন্ন এলাকায় বোমা হামলার আতঙ্ক, পুলিশের সতর্কতা বৃদ্ধি
বাস্তবিকই, আপনাদের দেশের উপর আপনাদের আল্লার লানত !” সেই সঙ্গে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশকে তুলনা করে বলেছেন, ভারত প্রতিবেশী দেশ হিসেবে অনেক উন্নতি করেছে। সেখানে দাঁড়িয়ে বাংলদেশ শুধু মাত্র অন্য দেশের উপর নির্ভর করে বেঁচে আছে। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে চরম রায় দিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট। মানবতা বিরোধী হিসেবে আখ্যা দিয়ে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশের সরকার।
এই প্রেক্ষাপটেই প্রতিবাদ করতে গিয়ে এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেছেন যে বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য তাদের রাষ্ট্রনায়কদের হত্যা করেছে বার বার। কিন্তু কখনোই আর্থিক বা সাংস্কৃতিক ভাবে এগিয়ে যেতে পারেনি। তথাগত প্রতিবাদী সুরে বলেছেন যে হিন্দুরা দেশের চরম পরাধীনতায় মুসলিমদের সাহায্য করেছিল আজ তারাই সে দেশে বিপন্ন। মুসলিমরা অত্যাচার করে তাদের সে দেশ থেকে তাড়াচ্ছে কিন্তু এদিকে নিজেরা অবৈধভাবে বাংলায় ঢুকে পড়ছে এবং সারা দেশে ছড়িয়ে পড়ছে শুধু মাত্র রোজগারের আশায়।
কারণ বাংলাদেশে রোজগারের কোনও রাস্তায় নেই। শুধু ভারত নয় পশ্চিমের বিহু দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলাদেশিরা এবং সেখানেই বিবাহ করে দেশের নাগরিকত্ব নিয়ে আছেন কারণ বাংলদেশ শুধুমাত্র ক্ষমতায়নের কথাই ভাবে অর্থিনীতির কথা চিন্তা করে না।
