কলকাতা: অগ্নিগর্ভ বাংলাদেশ। ভারত তথা সংখ্যালঘু বিদ্বেষে আগুন জ্বলছে পদ্মাপারে (Tathagata Bangladesh)। হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের গণ হত্যা এবং তার সঙ্গে বঙ্গ সংস্কৃতির উপরে হামলা হতবাক করেছে সারা বিশ্বকে। হঠাৎ করে সবাই যেন হয়ে গিয়েছে কোরান হাদিস ভক্ত। নাম লিখিয়েছে জেহাদিদের দলে। এতদিন শুধু পাকিস্তানকে বদনাম করত বিশ্ববাসী কিন্তু এখন বাংলাদেশের কিছু ব্রেন ওয়াশড ভারত বিদ্বেষীও বাংলাদেশকে নিয়ে গিয়েছে খাদের কিনারে।
এই প্রসঙ্গেই ফের কলম ধরেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্পষ্ট করে দিয়েছেন নবীর অপমান নয় শুধু মাত্র হিন্দু হওয়ার অপরাধে অকালে মরতে হল দীপুকে। তথাগত মন্তব্য করেছেন “হিন্দু খুন করা, হিন্দু মেয়েদের ধর্ষণ করা প্রত্যেক জেহাদি মুসলমানের পক্ষে ফরজ বা অবশ্যকর্তব্য । এতে তাদের জন্নতে যাবার, এবং সেখানে গিয়ে হুরদের সঙ্গে অবিরাম যৌনসঙ্গম করবার পথ সুগম হবে।”
তবে তথাগতের মতে সবাই কি জেহাদি। তা নয় তবে যারা জেহাদিদের ঘৃণা করে তারাও মুখ বন্ধ করে থাকে। এই প্রসঙ্গেই তথাগতের নিশানায় উঠে এসেছে তসলিমা নাসরিন এবং হুমায়ুন আজাদের মত মুসলিমদের নাম। তার মতে কিছু মুসলিম আছে যারা সাতেও নেই পাঁচেও নেই। কিন্তু তারা ধর্মীয় গোলমালের সুবিধা নিতে ছাড়েন না। তথাগতের দাবি এমন মুসলিমের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে সবচেয়ে তথাগতের সবচেয়ে বিস্ফোরক মন্তব্য জিহাদ কি তা নিয়ে।
মুসলিম ধর্ম গ্রন্থে লেখা আছে জিহাদ হল প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে থাকা কু প্রবৃত্তির সঙ্গে সু প্রবৃত্তির লড়াই। যার মানে নিজের শুভ বুদ্ধি জাগ্রত করার একটি সচেতন এবং অবিরাম প্রসেস হল এই জিহাদ। কিন্তু তথাগত দাবি করেছেন এই মুহূর্তে জিহাদের সংজ্ঞা বদলে গিয়েছে। বরং বদলে দেওয়া হয়েছে। সেখানে জিহাদ মানে শেখানো হয়েছে হিংসা। যার ফলশ্রুতিতেই এই গণহত্যা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নৃশংস অত্যাচার।
তথাগতের এই মন্তব্য এবং পোস্টের সমর্থন করেছেন নেটিজেনরাও। তাদের মতে তথাগত একদম সঠিক উদাহরণ দিয়েছেন। সাম্প্রতিক বছর গুলিতে যেভাবে বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে তা কহতব্য নয়। শুধু হিন্দু নয় পার্বত্য চট্টগ্রামে নৃশংসতা চলেছে সংখ্যালঘু বৌদ্ধ ধর্মালম্বীদের উপরেও। তবে তথাগতের জিহাদ সংক্রান্ত মন্তব্য কেউ সমর্থন করুন বা না করুন, ভারত তথা হিন্দু বিদ্বেষে বাংলাদেশ যে চিত্র বিশ্বের সামনে তুলে ধরেছে তা যে কোনও পরিস্থিতিতে ঘৃণ্য এবং নক্কারজনক।
