Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CitySuvendu Adhikari: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করেছে সিপিএম-তৃণমূল: শুভেন্দু

Suvendu Adhikari: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করেছে সিপিএম-তৃণমূল: শুভেন্দু

- Advertisement -

যাদবপুর কাণ্ডে তীব্র নিন্দার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তমলুকের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার ৫০ শতাংশ ক্ষতি করেছিল সিপিআইএম এবং আর ৫০ শতাংশ ক্ষতি করেছে তৃণমূল। তিনি আরো বলেন,”কলকাতার উপকণ্ঠে একটি বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন বছরের পর বছর এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা চলছে। দাঁড়িয়ে ঘুমাচ্ছে নাকি”?

এই হেতু যাদবপুর ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাজ্য বিজেপি যুবমোর্চা একটি সভার আয়োজন করেছেন। সেই প্রতিবাদ মিছিলে ধর্না মঞ্চে অবস্থান-বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারী। আজ বেলার দিকে দেখা যায় এসএফআইয়ের কর্মীরা ঢাকুরিয়া থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে। এবং সেই মিছিলে পুলিশ ব্যারিকেট তুলে দেয়। এরপরেই তাদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি।

   

এর ঠিক কিছুক্ষন পরেই ফের বিজেপির এই প্রতিবাদ বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। বিক্ষোভে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা সহ উপস্থিত রয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি ব্যক্তিত্বরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular