Panchayat Violence: রাজীব সিনহা, বিএসএফের আইজিকে Contempt নোটিশ শুভেন্দুর

Subhendu Adhikari, BJP Leader from West Bengal

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার রাজীব সিনহা, বাহিনীর নোডাল অফিসার এবং ভোট পরিচালনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন। জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, বিএসএফের আইজিকে contempt নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘আদালতের নির্দেশ মেনে কাজ করেনি রাজ্য নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় বাহিনী এবং ভোট পরিচালনার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা’। রাজ্যে পঞ্চায়েত ভোট উপলক্ষে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের যথাযথভাবে মোতায়েন করা হয়নি। আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনীকে যদি যথাযথভাবে মোতায়েন করা হত, তাহলে এত অশান্তি, মৃত্যুর ঘটনা ঘটত না।‘

   

নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। শনিবারের পঞ্চায়েত ভোটকে অবৈধ ভোট বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ভোট নয়, লুট হয়েছে।’

শনিবার হয়েছে গ্রাম-বাংলার ভোট উঠ’শব।’ ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা লাশ। মুর্শিদাবাদ, কোচবিহার ছিল ভোটসন্ত্রাসের হটস্পট।

রবিবারও রাজনৈতিক মৃত্যুর খবর এসেছে। আজও উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোট সন্ত্রাস নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধী দলগুলি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ফলাফলের দিন অর্থাৎ মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচন বাতিলের করার হূঁশিয়ারি দিয়েছেন। আদালতের দ্বারস্থ হবে সংগ্রামী যৌথ মঞ্চও। পঞ্চায়েতের সন্ত্রাসের দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এই দাবিতেই আদালতের দ্বারস্থ হবে সংগ্রামী যৌথ মঞ্চ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন