HomeWest BengalKolkata Cityনীরবতা ভাঙুক প্রশাসন, সনাতনী ঐক্য মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি শুভেন্দুর

নীরবতা ভাঙুক প্রশাসন, সনাতনী ঐক্য মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি শুভেন্দুর

- Advertisement -

আজ বৃহস্পতিবার চাঁদিপুর থানায় এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন জমা দিল ‘সনাতনী ঐক্য মঞ্চ’। যার নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এই সংগঠনের সদস্যরা অভিযোগ তুলেছেন, পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু সমাজ ক্রমশ বাড়তে থাকা অত্যাচার, বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছে। কেবল তাই নয়, বিভিন্ন থানায় অভিযোগ জমা দেওয়ার পরেও অনেক সময় পুলিশ নীরব ভূমিকা নিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। শুভেন্দু অধিকারী এদিন সনাতনী ঐক‌্য মঞ্চের সদস‌্যদের নিয়ে চাঁদিপুর থানায় পর্যন্ত মিছিল করেন।

সনাতনী ঐক্য মঞ্চের বক্তব্য, গত কয়েক বছরে বাংলায় হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ, ভয় দেখানো, সম্পত্তি দখল, সামাজিক বৈষম্য—এই ধরনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। অনেক পরিবার ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ এসব ঘটনায় প্রশাসনের তৎপরতা খুব একটা চোখে পড়ে না। বরং অনেকক্ষেত্রে অভিযোগ নথিভুক্তই করা হয় না, বা মামলা নিয়ে তদন্তে গাফিলতি দেখা যায়।

   

ডেপুটেশন জমা দিতে এসে সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তা বা পক্ষপাতমূলক মনোভাব অত্যাচারীদের আরও সাহসী করে তুলছে। তাঁরা জানান, যখন সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য থানার দ্বারস্থ হন, তখন কর্তব্যনিষ্ঠা প্রদর্শনের বদলে পুলিশের নিরবতা হতাশাজনক। এই অবস্থায় মানুষের মধ্যে একধরনের ভয় ও অনাস্থা তৈরি হচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, বাংলায় হিন্দু সমাজের অস্তিত্ব, সংস্কৃতি ও বিশ্বাসের প্রশ্নে আর নীরব থাকা যাবে না। ‘সনাতনী ঐক্য মঞ্চ’ একসঙ্গে দাঁড়িয়ে সংকল্প নিয়েছে— অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে, সমাজের স্বার্থ রক্ষায় আন্দোলন চালানো হবে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular