HomeWest BengalKolkata CityLoksabha election 2024: উলুবেড়িয়ার দাঁড়িয়ে সংখ্যালঘুদের কী বললেন বিরোধী দলনেতা

Loksabha election 2024: উলুবেড়িয়ার দাঁড়িয়ে সংখ্যালঘুদের কী বললেন বিরোধী দলনেতা

- Advertisement -

শনিবার উলুবেড়িয়াতে বিজেপি প্রার্থী অরুণ উদয়ের জন্য প্রচারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিনের তুলনায় একটু ভিন্ন ভাবভঙ্গিতে তাঁকে দেখা গেল। তাঁর মাথায় গেরুয়া গান্ধী টুপি। গলায় জাতীয় রাজনীতির কথা। যা ইদানীং কালে খুবই বিরল। প্রসঙ্গত তাঁর সভার কিছুক্ষণ আগে কুলপিতে সভা করেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিক ভাবেই একটা টক্করের ব্যাপার থাকে। তবে এইদিন শুভেন্দু অধিকারীর গলায় ‘ইন্ডিয়া’ জোটের প্রসঙ্গ। তিনি বলেন এই জোট সর্বসাকুল্যে চারটি সভা করতে পেরেছে বলে কটাক্ষ করেছেন।

তাঁর মুখে আজ উঠে আসে সংখ্যালঘু ভোট প্রসঙ্গের কথা। তিনি উলুবেড়িয়া এবং তাঁর আশেপাশে স্থানীয় বাসিন্দার কথা তুলে বলেন, “এই জায়গার কত মানুষ বাইরের রাজ্যে কাজের জন্য যায়, খোঁজ রাখেন?” এই বলে তিনি বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

   

তিনি আরও বলেন, ”আপনারা হলেন তেজপাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে।” এছাড়াও তিনি উল্লেখ করেন,” আপনাদের কি দিয়েছে দিদিমণি?”এইদিন তিনি আবারও বলেন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, এক হাজারের বদলে তিন হাজার টাকা দেবে।

এইদিনের তাঁর বক্তব্য বাকিদিনের মতো দীর্ঘায়িত ছিল না। মাত্র বাইশ মিনিটে তিনি কথা শেষ করেন। তবে এইদিনের তাঁর বক্তব্যের মূল বিষয় কিন্তু সংখ্যালঘুদের ঘিরেই ছিল বলা যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular