বদলে গেছেন পিসি! অভিমানী শুভেন্দুর গলায় পরিযায়ী কটাক্ষে চাঞ্চল্য

কোলকাতা: গতকাল নন্দীগ্রাম সফরে গিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)থেকে উন্নয়নের খতিয়ান চেয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। তার বদলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কড়া জবাব দিলেন রাজ্যের বিরোধী…

suvendu-adhikari-abhishek-banerjee

কোলকাতা: গতকাল নন্দীগ্রাম সফরে গিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)থেকে উন্নয়নের খতিয়ান চেয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। তার বদলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কড়া জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু তার পোস্টে লিখেছেন “আপনার বিষয়ে না আমার কোনো মূল্যায়ন আছে, না কোনো বক্তব্য, কারণ আপনি যাঁর আলোয় আলোকিত অর্থাৎ আপনার পিসি, উনি আমার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন।”

Advertisements

রাজ্য রাজনীতিতে শুভেন্দু বনাম অভিষেক তরজা নতুন কিছু নয়। এর আগেও বহুবার অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বার বার নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের পরাজয়ের গল্প বলেছেন রাজ্যবাসীকে। নন্দীগ্রাম, রাজ্য রাজনীতিতে পালা বদলের ইতিহাস বহন করছে এবং এই নন্দীগ্রাম আন্দোলনকে পাথেয় করেই বাংলার মসনদে উঠে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

   

রাতের অন্ধকারে শীতলা মন্দিরে হানা, অলঙ্কার ও প্রণামী বাক্স লুট

সেই সময় তার সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু তার পোস্টে যোগ করেন “আপনার পিসির আচার আচরণ জীবনযাত্রার ধরণে অনেক পরিবর্তন এলেও শুভেন্দু অধিকারী একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয় নি। ১৯৮৮ সালে কাঁথি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সদস্য হিসেবে যেমন ছিলাম, ১৯৯৫ সালে কাউন্সিলর হিসেবে যেমন ছিলাম, ২০০৬ সালে বিধায়ক হিসেবে যেমন ছিলাম, ২০০৯ সালে সাংসদ হিসেবে যেমন ছিলাম, ২০১৬ সালে মন্ত্রী হিসেবে যেমন ছিলাম, ঠিক তেমনই ২০২১ সাল থেকে বিরোধী দলনেতা হিসেবে তেমনই রয়েছি।

মানুষের প্রতি দায়বদ্ধতা ১৯৮৮ সাল থেকে অটুট রয়েছে, শুধু দায়িত্ব আর ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে।” অর্থাৎ শুভেন্দু তার মন্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতা পেয়ে বদলে গিয়েছেন এবং শুধু এখানেই নয়। বহু জায়গাতেই শুভেন্দু বলেছেন যে একসময় মমতার সঙ্গী হিসেবে তিনি বাম সরকারের পতন চেয়েছিলেন কিন্তু তার পরেই তার স্বপ্ন ভঙ্গ হয়েছে।

মমতা বন্দোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করেছেন এ কথাও বহুবার সোনা গিয়েছে শুভেন্দুর মুখে। তাই তিনি বিরোধী দলনেতা হিসেবে মমতার পতনের কান্ডারী হয়ে থাকতে চান। সবশেষে শুভেন্দু যোগ করেছেন পরিযায়ী পাখি প্রসঙ্গ।

এই প্রসঙ্গে তিনি অভিষেক বন্দোপাধ্যায়কে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন যে এখন বিধানসভা নির্বাচনের আগে অভিষেক এসে নন্দীগ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছেন। শুভেন্দু অধিকারীর কাছ থেকে উন্নয়নের খতিয়ান চাইছেন। শুভেন্দু তার মন্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন নয় তিনি সারাবছর মানুষের পাশে থাকেন এবং বিরোধী দলনেতা হিসেবে তার দায়িত্ব পূরণ করেন।

Advertisements