HomeBharatকলকাতায় বিস্ফোরণ, চিঠি গেল অমিত শাহের কাছে

কলকাতায় বিস্ফোরণ, চিঠি গেল অমিত শাহের কাছে

- Advertisement -

শনিবার দুপুরে খাস কলকাতার বুকে এক ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এস এন ব্যানার্জি রোড চত্ত্বর। এদিকে এই ঘটনায় এবার চিঠি গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে। ঘটনায় উঠল এনআইএ (NIA) তদন্তের দাবি।

জানা গিয়েছে, কলকাতায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ৫৮ বছরের বাপি দাস নামের এক ব্যক্তি বলে জানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে বলা হয়েছে, “আমি আপনাকে এনআইএ বা অন্য কোনও কেন্দ্রীয় এজেন্সির দ্বারা ঘটনার সাথে সম্পর্কিত সমস্ত সম্ভাব্য দিকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করছি।” 

   

শনিবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বেলা পৌনে একটা নাগাদ খবর আসে ব্লচম্যান স্ট্রিট এবং এস এন ব্যানার্জি রোডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন ময়লা সংগ্রহকারী আহত হয়েছেন। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন তালতলার ওসি। তিনি জানতে পারেন আহত ব্যক্তিকে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁর ডান হাতের কব্জিতে চোট লেগেছে।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সমগ্র এলাকাটি সিকিউরিটি টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এরপর বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের দলকে ডাকা হয়। সেই অনুযায়ী বিডিডিএসের কর্মীরা পৌঁছে ব্যাগ ও আশপাশের এলাকা পরীক্ষা করেন। আপাতত ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছে তদন্তকারী দল। ফরেন্সিক তদন্তও করা হবে বলে খবর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular