“বিজেপিতে সবাই পাতাখোর?” আসল কারণ ব‌‌্যাখা করলেন সুকান্ত

Sukanta Majumdar Fires Back at Abhishek Banerjee, Discusses BJP Leaders' ‘Qualification’
Sukanta Majumdar Fires Back at Abhishek Banerjee, Discusses BJP Leaders' ‘Qualification’

বিজেপি যাঁরা করেন তাঁদের অধিকাংশই নাকি মাতাল ও পাতাখোর, এমন বিস্ফোরক মন্তব্য করে নতুন করে রাজনৈতিক বিতর্কে আগুন জ্বালালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ায় এক দলীয় সভা থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি এ ভাষাতেই বিরোধী শিবিরকে নিশানা করেন।

অভিষেকের এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাব দিতে রবিবার ময়নাগুড়িতে এক জনসভায় মুখ খোলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder) । মঞ্চ থেকে তিনি তৃণমূল নেতৃত্বের ভাষা ও রাজনৈতিক সংস্কৃতিকে তীব্র আক্রমণ করেন। সুকান্ত বলেন, এ ধরনের মন্তব্য শুধু বিজেপির কর্মী-সমর্থকদের নয়, দেশের কোটি কোটি ভোটারকেও অপমান করা।

   

বাঁকুড়ার সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও ভদ্রলোক, ভাল লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত মাতাল, পাতাখোর, দুনম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর—সব ভারতীয় জনতা পার্টিতে।” তাঁর এই বক্তব্য মুহূর্তের মধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে চরম আপত্তিকর ও কুরুচিকর বলে দাবি করা হয়। অন‌্যদিকে বিজেপি নেতারা মনে করছেন, ভোটের আগে নিজেদের ব্যর্থতা ঢাকতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ধরনের ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটছে। 

সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) কথায়, “যাঁরা বিজেপির সঙ্গে যুক্ত, তাঁদের মধ্যে রয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, গবেষক, প্রাক্তন আমলা এবং সমাজের বিভিন্ন স্তরের শিক্ষিত মানুষ। তাঁদের ‘পাতাখোর’ বা ‘মাতাল’ বলা মানে গোটা সমাজকেই অপমান করা।” তিনি দাবি করেন, বিজেপি এমন একটি দল যেখানে যোগ্যতা, আদর্শ ও দেশসেবাই মূল ভিত্তি।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন