HomeWest BengalKolkata CitySujay Krishna Bhadra: এসএসকেএম-এ ফিরেই হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু

Sujay Krishna Bhadra: এসএসকেএম-এ ফিরেই হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু

- Advertisement -

বৃহস্পতিবার এসএসকেএম-এ ফিরেই হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা পরীক্ষা নিয়ে বুধবার রাতে এসএসকেএম হাসপাতালে ছিল টানটান উত্তেজনা। আদালতের নির্দেশ অনুযায়ী, সুজয়কৃষ্ণ ভদ্রকে কয়েক ঘণ্টার মধ্যেই এসএসকেএম থেকে বের করে জোকা ইএসআই-তে নিয়ে যায় ইডি। সেখানেই কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করে এই কেন্দ্রীয় এজেন্সি। এরপর বৃহস্পতিবার ভোরে সুজয়কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুকে এসএসকেএম-এ ফেরানো হয়।

এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি দাবি করেছেন যে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন, সেই মামলায় তাঁকে যুক্তই করা হয়নি। সুজয়কৃষ্ণ আরও জানান যে কোনও নির্দেশনামা বা অর্ডার কপি তিনি পাননি।

   

সুজয়কৃষ্ণ ভদ্র বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন। তিনি দাবি করেন যে বুধবার মামলায় তাঁকে যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেন বিচারপতি। সুজয়কৃষ্ণ ভদ্র প্রশ্ন করেন যে নির্দেশনামা না পেলে নির্দেশকে চ্যালেঞ্জ করবেন কীভাবে?

সুজয়কৃষ্ণ দাবি করেছেন যে কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে। সুজয়কৃষ্ণের আইনজীবী সওয়াল করেন যে আদালতের অনুমতি নিয়ে তা নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না।

বর্তমানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে নিম্ন আদালতে। অপর দিকে, বুধবার ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহা কন্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular