HomeWriters Building Fire: 'এরপর কি নবান্ন? সর্বনাশা গভীর চক্রান্ত' : সুজন চক্রবর্তী

Writers Building Fire: ‘এরপর কি নবান্ন? সর্বনাশা গভীর চক্রান্ত’ : সুজন চক্রবর্তী

- Advertisement -

মঙ্গলবার সন্ধ্যা ৬ নাগাদ মহাকরণের (writers building) ৫ নম্বর গেটের সামনে ভয়াবহ আগুন লাগে৷ ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৬ টি ইঞ্জিন। আগুন লাগে স্বরাষ্ট্র দফতরের ঘরে৷ এর পিছনের তথ্য লোপাটের অভিসন্ধি দেখতে পাচ্ছেন বিরোধীরা৷ ট্যুইট করে বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর।

সুজন চক্রবর্তীর অভিযোগ, “রাইটার্স বিল্ডিংএ আগুন।স্বরাষ্ট্র দপ্তরের বহু ফাইল পুড়ে ছাই।মুখ্যমন্ত্রীর নিজের বিভাগেই এবার আগুনে পোড়ানো।।তথ্য লোপাট এবং ধামাচাপার তৃনমূলী বন্দোবস্ত! মুখ্যমন্ত্রী ধরা পড়ে যাচ্ছেন কিন্তু।। এরপর কি নবান্ন?সর্বনাশা গভীর চক্রান্ত
ক্রমশই ডানা মেলছে।।”

   

সূত্রের খবর স্বরাষ্ট্র দফতরের একটি ঘরে আগুন লাগে৷ সেখানে একাধিক কাগজপত্র ও ফাইল ছিল বলে জানা গিয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটারগুলিও। বিরাট অগ্নিকান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ কমিশনার ও মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। তবে আগুন লাগার কারণ এখনও অজানা৷ সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সন্ধ্যে ৬ টা থেকে দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ চলে৷ ৬ টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি পরিমাণ ভালোই হতে পারে৷ এমনটা আন্দাজ করা হচ্ছে। যদিও বেশীরভাগ কাজ নবান্নে হলেও এখনও বেশ কয়েকটি দফতরের কাজ চলে রাইটার্স বিল্ডিংয়ে। তাই এই অগ্নিকান্ড কী কারণে ঘটল? প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এই মুহুর্তে একাধিক দুর্নীতিতে শাসক দলের নেতাদের নাম জড়াতে শুরু করেছে। আগামী দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তালিকায় আরও অনেক তৃণমূল নেতাদের নাম নিয়েও চর্চা শুরু হয়েছে। তাই রাইটার্স বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে খাটো করে দেখছে না রাজনৈতিক মহল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular