শুক্রবার ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই (SUCI)। সেই ধর্মঘটের বিক্ষিপ্ত প্রভাব দেখা গিয়েছে রাজ্যে। সকাল থেকে কলকাতার জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে জেলার কিছু অংশে বনধের মিশ্র প্রভাব পড়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করেছে এসইউসিআইয়ের সমর্থকরা। ডায়মন্ডহারবারে রেল অবরোধ করা হয়েছে। বীরভূম, দিনহাটায় বনধের প্রভাব পড়েছে।
স্বাধীনতা দিবসে ‘বিশেষ ভিডিও’ রোহিতের, কী বার্তা দিলেন ভারত অধিনায়ক?
ভোর থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুরে রেললাইনে কলাপাতা ফেলায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। ডায়মন্ড হারবার শাখায় ধামুয়া স্টেশনের ঠিক আগে এদিন অবরোধের ঘটনা ঘটে। ধর্মঘটীরা সকাল ৭টা নাগাদ রেললাইনের উপর বসে পড়েন। হাতে প্ল্যাকার্ড, লাইনে বসেই স্লোগান দিতে থাকেন তাঁরা। তাঁদের একটাই দাবি, ডাক্তার ছাত্রীর উপর অমানবিক হামলার ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে হবে। এই অবরোধের জেরে ঘণ্টাখানেক এই শাখায় রেল চলাচল ব্যাহত হয় বলে খবর। এরপর পুলিশ এসে ধর্মঘটীদের সরিয়ে দেয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।
স্বাধীনতার পর প্রথম ওয়ানডে কবে খেলেছিল ভারত? কী হয়েছিল ম্যাচের রেজাল্ট?
অন্যদিকে কোচবিহারে সকাল সকালই অশান্তি। এখানে পুলিশ এসইউসিআই-এর মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বনধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। দিনহাটায়ও বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের অশান্তি বাধে। ব্যাপক ধস্তাধস্তি হয়।
স্বাধীনতার পর প্রথম ওয়ানডে কবে খেলেছিল ভারত? কী হয়েছিল ম্যাচের রেজাল্ট?
হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শিয়ালদহ শাখাতেও মোটের উপর স্বাভাবিক ট্রেন চলাচল। সেন্ট্রাল অ্যাভিনিউ বাস-ট্যাক্সি সবই রয়েছে। রাস্তায় যাত্রী দেখা যাচ্ছে। অন্য দিনের তুলনায় সামান্য কম লোক রয়েছে বলে মনে হলেও সামগ্রিক ভাবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সবই স্বাভাবিক রয়েছে। রুবি মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে সকাল সাড়ে নটা পর্যন্ত তেমন কোনও প্রভাব নেই। সরকারি বাস চলছে, বেসরকারি বাসও চলছে।










