HomeWest BengalKolkata CityLoksabha election 2024 : ভোটের কাজে ভিন রাজ্যে পাড়ি দেবে বঙ্গ পুলিশ,...

Loksabha election 2024 : ভোটের কাজে ভিন রাজ্যে পাড়ি দেবে বঙ্গ পুলিশ, নির্দেশ কমিশনের

- Advertisement -

ভোটের কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে চলেছে বঙ্গ পুলিশ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে মধ্যপ্রদেশে কাজ করবে পশ্চিমবঙ্গের পুলিশ। কাজ করবে ছত্তীসগঢ়ের নির্বাচন প্রক্রিয়াতেও।

ভোটের কাজে ভিন রাজ্য থেকে যেমন কেন্দ্রীয় বাহিনী এসেছে এই রাজ্যে ঠিক তেমন এই রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দেবে রাজ্য পুলিশ। এই রাজ্য থেকে আপাতত ১৫ কোম্পানি পুলিশ এবং তিনটি টিএসি দল যাবে এই দুই রাজ্যে।

   

গত ২৩ মার্চ রাজ্য পুলিশকে ভোটের কাজে ব্যবহার করার বিষয়ে কথা হয় নির্বাচন কমিশনের। সেই বিষয়ে সবুজ সংকেত দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে আগামী ৮ এপ্রিল থেকে তারা ভোটের কাজ শুরু করবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মধ্যেপ্রদেশের পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী যাবে দুর্গাপুর থেকে। এছাড়াও ব্যারাকপুর, শিলিগুড়ি থেকেও যাবে রাজ্য পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular