
coochbehar murder: দিনহাটায় গুলিতে নিহত তৃণমূল সমর্থক-কাণ্ডে রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার ভোরে বাংলাদেশ লাগোয়া দিনহাটার জারিধরলা গ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। একাধিক গুলিবিদ্ধ।
দিনহাটার গীতালদহে টিএমসি ও বিজেপির সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। গুলিতে নিহত এক। নিহত ও আহতরা তৃ়ণমূল সমর্থক বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
জেলা তৃণমূূলের দাবি, হামলাকারীরা বিজেপির ভাড়া করা। আর বিজেপির দাবি,দুই দল গোরু পাচারকারীর সংঘর্ষ হয়েছে।
সোমহার কোচবিহারে পঞ্চায়েত ভোটের জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন বিএসএফ ভয় দেখাবে। আর সীমান্ত এলাকায় গুলি করে খুনের ঘটনায় বাংলাদেশ থেকে খুনিরা ঢুকেছিল বলে পুলিশের দাবিতে বি়এসএফের দিকেও অভিযোগের আঙুল উঠছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










