HomeWest BengalKolkata CitySSC Scam: ডিফেন্ড করার চেষ্টা করব না, ফের টাকা উদ্ধারে সূুর নরম...

SSC Scam: ডিফেন্ড করার চেষ্টা করব না, ফের টাকা উদ্ধারে সূুর নরম কুণালের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) পিঁয়াজের খোসার মতো বের হচ্ছে দুর্নীতির ছবি

- Advertisement -

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) পিঁয়াজের খোসার মতো বের হচ্ছে দুর্নীতির ছবি৷ বুধবার অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কোটির অধিক টাকা এবং গয়না উদ্ধার করেছে ইডি৷ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধার হতেই তৃণমূলের অস্বস্তি বাড়তে শুরু করেছে৷ এনিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷

তিনি বলেন, একটা প্রক্রিয়ার মাঝপথে আমরা আছি, যা দেখছি তা যথেষ্ট উদ্বেগজনক একটি ছবি। এটা কখনই কাম্য ছিল না। এটাকে কোনওমতে কোনও অবস্থায় ডিফেন্ড করার চেষ্টা আমি করব না। তদন্ত চলুক। কার টাকা, কীভাবে টাকা নিশ্চয়ই এজেন্সি কোর্টে সেটা তুলে ধরবে।

   

তাঁর বার্তা, আমরা দোষীকে আড়াল করার চেষ্টা করব না। এত টাকা কে রাখল, কারা রাখল, কী ভাবে রাখল, তা তদন্ত করে তাদের সম্পর্কে ইডি ন্যূনতম তথ্যপ্রমাণ আদালতে পেশ করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। তাঁর কথায়, দলের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট গুরুত্ব দিয়ে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছে। দল যথা সময়ে তার বক্তব্য জানিয়ে দেবে।

শুরু থেকেই অবশ্য একই দাবি করে এসেছে তৃণমূল। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেবে দল একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কী পদক্ষেপ নেয় তৃণমূল সেটাই দেখার৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular