HomeWest BengalKolkata CitySSC Scam: তৈরি চিত্রনাট্য? 'আমি ষড়যন্ত্রের শিকার', ঘেরাটোপ থেকে চিৎকার পার্থর, মমতাকে...

SSC Scam: তৈরি চিত্রনাট্য? ‘আমি ষড়যন্ত্রের শিকার’, ঘেরাটোপ থেকে চিৎকার পার্থর, মমতাকে বার্তা

কার নাম বলতে চলেছেন পার্থ? জল্পনা তীব্রতর

- Advertisement -

এ যেন তৈরি চিত্রনাট্য! সরকার ও তৃণমূল কংগ্রেস থেকে ছাঁটাইয়ের পরই মৌনী পার্থর গলা ফাটিয়ে চিৎকার, আমি ষড়যন্ত্রের শিকার। কার দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ট পার্থ চট্টোপাধ্যায়? শুরু হয়েছে কাটাছেঁড়া। (SSC Scam)

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে সাময়িকভাবে সরিয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরেই মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আর কী বলতে চান উঠছে প্রশ্ন।

   

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে কোটি কোটি কালো টাকা, একাধিক বিলাসবহুল বাগানবাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। তার বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে রাখা ছিল বিপুল অর্থরাশি। শুক্রবার জোকার ইএসআই হাসপাতালে তাদেরকে নিয়ে আসেন ইডির আধিকারিকরা। হাসপাতালে প্রবেশের মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।

গত কয়েকদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। দুটি ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটির অধিক নগদ টাকা, সোনার গয়না সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular