SSC scam: সৎ রঞ্জন ছাড়াও নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জালে আরও পাঁচ

CBI west bengal

শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই৷ সিবিআই সূত্রে খবর, শুধুমাত্র চন্দন নয়, আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই। এরা প্রত্যেকেই একাধিক জেলার এজেন্ট হিসাবে কাজ করতেন বলে জানা গেছে৷

সিবিআই সূত্রে খবর, যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন, সুব্রত সামন্ত রায়, কৌশিক ঘোষ, শাহিদ ইমাম, শেখ আলি ইমাম, আব্দুল খালেক ও চন্দন মণ্ডল। সূত্রে খবর, চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেই এদের খোঁজ মিলেছে। এদের মধ্যে কয়েকজনকে ২০ ফেব্রুয়ারি এবং কয়েকজনকে ২১ ফেব্রুয়ারি অবধি হেফাজতে নেওয়া হয়েছে।

   

এদিন আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, তদন্তে কোনরকম সহযোগিতা করেননি চন্দন মণ্ডল। বরং বারবার অন্য তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে চন্দন মণ্ডলের আইনজীবীর তরফে বলা হয়েছে, চন্দন মণ্ডল পেশায় একজন শিক্ষক। কোনও এক প্রভাবশালী ব্যক্তি যিনি প্রথমে চন্দন মণ্ডল সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, তিনি চন্দন মণ্ডলকে গ্রেফতার করিয়েছেন।

সিবিআইয়ের তরফে বলা হয়েছে, সঠিকপথে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চন্দন মণ্ডল সম্পর্কে একাধিক তথ্য তাঁদের হাতে এসেছে। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা যেতেন চন্দন মণ্ডলের বাড়িতে। তাঁদের সমস্ত তথ্য নিয়ে কোনও এক প্রভাবশালী নেতার কাছে পাঠানো হত। এখন চন্দন সম্পর্কে সেই তথ্য হাতে পেয়েছে সিবিআই। একাধিক অযোগ্যদের চাকরি দিয়েছেন তিনি। সেই অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে বলে জানা গেছে। এখন এই এজেন্টদের জিজ্ঞাসাবাদ করেই প্রভাবশালী ব্যক্তিদের খোঁজ চাইছে সিবিআই? উঠছে প্রশ্ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন