SSC Scam: গণনা চলছে, ইডি হিসেবে পার্থর দখলে কমপক্ষে ৭০০ কোটি

partha,money

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) আরও তদন্তের জন্য তৃ়ণমূল কংগ্রেস মহাসচিবকে নিয়ে যেতেই হবেই ভুবনেশ্বরে। ইডি আবেদন মঞ্জুর হয়েছে। সোমবার বৃষ্টিভেজা দিনে তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা ছেড়ে দিতে হচ্ছে। আপাতত ওড়িশার রাজধানীতে ঠাঁই।

Advertisements

গুয়াহাটি থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে ‘অসুস্থ’ পার্থবাবুকে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর নিয়ম করে নবান্ন যাবেন মুখ্যমন্ত্রী মমতা।

   

বর্ষীয়ান তৃণমূল মহাসচিবের বান্ধবীদের উপর তীক্ষ্ণ নজর শুরু। পড়ুন :

SSC Scam: অর্পিতা-মোনা…বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা

কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে শিক্ষক নিয়োগে। তদন্তে নেমে ইডি হাতে এসেছে চমকে যাওয়ার মতো তথ্য। শুধুমাত্র পার্থ-বান্ধবী অর্পিতা মুখার্জির সম্পত্তি আপাতত ২০০ কোটি। পার্থ চট্টোপাধ্যায় ঠিক কত তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক আন্দাজ কমপক্ষে এটি ৭০০ কোটি পার করবে।

Advertisements

Partha Chatterjee avoided multiple questions during the CBI interrogation

ইডি ধারণা করছে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া ছাড়া আরও বিভিন্ন উপায়ে বেআইনি লেনদেনে জড়িত পার্থ চট্টোপাধ্যায়। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ও এখন শিল্পমন্ত্রী। মনে করা হচ্ছে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার মাধ্যমে লেনদেন চলত। সেই সূত্রে বিপুল সম্পত্তির মালকিন হয়েছে অর্পিতা।

তদন্তে উঠে আসছে এই টাকার কিছু অংশ গত লোকসভা ও বিধানসভা ভোটে ব্যবহার করা হয়েছিল। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ, নব্বান্নের চোদ্দ তলা পর্যন্ত টাকা চলে গেছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করেছেন।