SSC Scam: চাকরির দাবিতে ধর্নার ৫৬৭ দিন, ঝলমলে কলকাতা-উৎসবমুখর রাজ্য

বাম জমানায় এমন দুর্দশা হয়নি। আদালতেই হবে তৃ়নমূল সরকারের বিরুদ্ধে লড়াই। বলছেন ধর্নাকারীরা।

তৃ়ণমূল (TMC) আমলে নিয়োগ দুর্নীতির (SSC Scam) জেরে হয়নি চাকরি। মেধা তালিকায় বদলে গেছে নাম। গোপনে ঘুষ দিয়ে অন্যজনের চাকরি হয়ে গেছে। হকের চাকরি পেতে (Teachers Protest) ধর্নায় হবু শিক্ষক শিক্ষিকারা। রবিবার শারদোৎসবের (Durga Puja) সকালে তাঁদের আন্দোলন পড়ল ৫৬৭ দিনে। আলো আনন্দে ঝলমলে কলকাতার রাজপথে এও এক ছবি। যেখানে মিশে আছে নিয়োগ দুর্নীতির যন্ত্রণা।

  • ধর্মতলায় ধর্না চলছে টানা ৫৬৭ দিন।
  • নিয়োগ দুর্নীতির নীরব প্রতিবাদ কলকাতায়।
  • মমকার আশ্বাসে বিশ্বাস নেই, আদালতেই হবে লড়াই।
  • গত বাম জমানায় এমন হয়নি, দাবি ধর্নাকারীদের।

বিস্তারিত সংবাদ পড়ুন

   

উৎসবে মেতে আছে বঙ্গজীবন। করোনার বিধিনিষেধ নেই। তবে বৃষ্টির ভ্রুকুটি আছে। দুর্গাপূজার জৌলুসে ইউনেস্কো স্বীকৃতিতে আত্মহারা রাজ্য সরকার। এর মাঝে নীরবে প্রতিবাদ হকের চাকরি ফিরিয়ে দাও।

যোগ্য হবু শিক্ষক শিক্ষিকারা রাজপথে ধর্নায়। কারোর সঙ্গে আছে সন্তান। শারোদতসব হোক বা ঈদ একই ছবি ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে উড়ে আসছে ঘুগনি বেচব তার ব্যবস্থা করে দিন!

অভিযোগ, ‘ডবল ডবল চাকরি হবে। খেলা হবে,খেলা হবে’ এই স্লোগানে অনেকেই বিশ্বাস করেছিলেন। তাঁরাও উৎসবে ধর্নামঞ্চে। এদের অনেকের নাম চাকরি পাওয়ার তালিকায় ছিল। তারপর আর কিছু হয়নি।

ধর্না চলবে। আদালতে হবে লড়াই। এমনই জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁদের নীরব যুদ্ধ চলছে। আলোয় মোড়া কোটি কোটি টাকার প্যান্ডেল, সেলফি ভিড়ে এই কালোছায়া ঢাকতে মরিয়া চেষ্টা করছে সরকার। তবে ধর্না অটুট।

নিয়োগ দুর্নীতির এমন করাল ছায়া রাজ্যে গত বাম জমানায় ছিলনা দাবি চাকরি প্রার্থীদের। এসএসসি, টেট নিয়োগ কেলেঙ্কারিতে জেরবার তৃ়ণমূল কংগ্রেস সরকার। সিবিআই, ইডি অভিযানে কোটি কোটি কালো টাকা উদ্ধার দেখে ক্লান্ত এরা। ধর্না চলছে ঝলমলে কলকাতায়। উৎসমুখর রাজ্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন