
স্কুল সার্ভিস নিয়োগ কেলেঙ্কারির (SSC Scam) গ্রুপ সি নিয়োগ মামলাতে প্রথম চার্জশিট জমা দিল (CBI) সিবিআই। শুক্রবার অর্থাৎ দুর্গাপূজার পঞ্চমীর দিন জেলে বসে চার্জশিটে নিজের নাম আছে (Partha Chatterjee) প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
- SSC দুর্নীতির মামলায় প্রথম চার্জশিট জমা করল সিবিআই।
- চার্জশিটে রয়েছে ১২০বি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র।
- ৪২০ অর্থাৎ জালিয়াতি সহ বেশকয়েকটি ধারা।
আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এই মামলাতে আগেই চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানেও পার্থ চট্টোপাধ্যায়কে মূল অভিযুক্ত উল্লেখ করা হয়েছে। এবার সিবিআই পাঞ্চ খেলেন পার্থ।

এসএসসি নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় সিবিআই চার্জশিটে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট ১৬ জনের নাম আছে। আগামী পাঁচ তারিখ পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে ফের আদালতে তোলা হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু ররেছে সিবিআই। তাদের তদন্ত গতি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাপের মুখে SSC দুর্নীতির মামলায় প্রথম চার্জশিট জমা করল সিবিআই।এই চার্জশিটে রয়েছে ১২০ বি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র। ৪২০ অর্থাৎ জালিয়াতি সহ বেশকয়েকটি ধারা।










