SSC: শিক্ষামন্ত্রীর আশ্বাস ৬ হাজার পদে নিয়োগ, ফের দুর্নীতির আশঙ্কা হবু শিক্ষকদের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্য সরকার। জেলে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিতর্কে জড়িয়ে রাজ সরকার নতুন করে নিয়োগের বার্তা দিল। এবার সরকারের আশ্বাস নিয়োগ হবে অন্তত ৬ হাজার।

সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষাসচিব৷বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা।

   

হবু শিক্ষকদের মধ্যে অনেকের মনে আশঙ্কা, এই বৈঠকের পরেও নতুন দুর্নীতি হবে। চাকরি প্রার্থীদের এক প্রতিনিধি সৈদুল্লাহ বলেন, সরকার স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মেধাতালিকা ভুক্ত অথচ বঞ্চিত ৬ হাজার জন বঞ্চিতদের দ্রুত চাকরি দেওয়ার ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করেছে। একজন চাকরি প্রার্থী যাতে না বাদ যায়, সেবিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সময় না দিলেও দ্রুত নিয়োগ করা হবে। এমনটাই চাকরি প্রার্থীদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তবে গান্ধী মূর্তির পাদদেশে ৫১২ দিন ধরে ধর্না আন্দোলন চলবে বলেই জানান হবু শিক্ষকদের প্রতিনিধিরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন