HomeWest BengalKolkata Cityনিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ে ফের চাপে এসএসসি

নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ে ফের চাপে এসএসসি

- Advertisement -

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাপে পড়ল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ২০১৬ সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কারা নিয়োগপত্র পেয়েছিলেন, সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই তালিকা আদালতে জমা দিতে হবে এবং একইসঙ্গে তা ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।

২০১৬ সালের শিক্ষক নিয়োগে একাধিক অনিয়ম সামনে আসার পর থেকেই শনির দশা যেন কাটছেনা এসএসসির। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের পরিচয় ও নিয়োগ-তথ্য আদালত চাইছে স্পষ্টভাবে। এই তালিকা প্রকাশ হলে বহু প্রার্থীকে সরাসরি প্রভাবিত করতে পারে বলে মনে করছেন শিক্ষাজগতের পর্যবেক্ষকরা।

   

ইডির রাডারে এবার ১০ রাজ্যের মেডিক্যাল কলেজ

বিচারপতি সিনহা এদিন বলেন, “এই তালিকায় যাঁদের নাম রয়েছে অথচ তাঁরা ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার নিষ্পত্তির ওপর।” অর্থাৎ, এই নামের তালিকা ভবিষ্যৎ নিয়োগের গতিপথও নির্ধারণ করতে পারে। আদালতের এই পর্যবেক্ষণ অনেক প্রার্থীরাই উদ্বেগের সঙ্গে গ্রহণ করছেন। বিশেষ করে ২০২৫-এ পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীদের কাছে এই রায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ২০২৫ সালের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার OMR শিট আপলোড নিয়ে আদালতের ক্ষোভ। বিচারপতি প্রশ্ন করেন, “কেন আপনারা আপলোড করেননি?” এরপর কমিশনের উদ্দেশে কড়া ভাষায় বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রথম দিন থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। তা না হলে আবার ভবিষ্যতে অনিয়মের অভিযোগ উঠবে।”

আদালতের এই মন্তব্যে বোঝা যায়, নিয়োগ সংক্রান্ত স্বচ্ছতা নিয়ে এখনও আদালতের নজরদারি এবং প্রশ্ন দুটোই জারি রয়েছে। আদালতের তিরস্কারে বিপাকে এসএসসি–র আধিকারিকেরা। তাঁদের দাবি, প্রযুক্তিগত কারণে OMR শিট আপলোডে দেরি হয়েছে, তবে আদালতের নির্দেশ মেনে দ্রুত সেই কাজ তারা সম্পন্ন করবে।

শিক্ষাজগতে এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ ২০১৬ সালের নিয়োগ–দুর্নীতি মামলাকে কেন্দ্র করে গত কয়েক বছরে বহু শিক্ষক, চাকরিপ্রার্থী এবং প্রশাসনিক কর্মীরা ধারাবাহিক আইনি লড়াইয়ের মধ্যে রয়েছেন। আদালতের কড়া নজরদারির কারণেই নিয়োগের বিভিন্ন স্তরে অনিয়ম বারবার প্রকাশ্যে এসেছে বলে দাবি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।

তবে এসএসসি–র অভ্যন্তরীণ মহলের মতে, পুরোনো নিয়োগে বারবার আদালতের হস্তক্ষেপে ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়াও ধীরগতি হচ্ছে। নতুন নিয়োগ শুরু হলেও, প্রতিটি পদক্ষেপে আদালতের অনুমোদনের প্রয়োজনীয়তা নিয়োগ ব্যবস্থাকে জটিল করে তুলেছে। তবে আদালতের মতে, স্বচ্ছতা ছাড়া নিয়োগ সম্ভব নয়।

আদালতের এই নির্দেশের পর এখন নজর ১০ ডিসেম্বরের ওপর। সেই দিনেই জমা পড়বে তালিকা, পাওয়া যাবে নিয়োগ সম্পর্কে স্পষ্ট ছবি। একইসঙ্গে জানা যাবে OMR আপলোড নিয়ে এসএসসি কতটা নির্দেশ মেনে চলে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে নিয়োগ ইস্যুতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular