কলকাতা: মেট্রোযাত্রীদের জন্য উৎসবের মরসুমে বড় স্বস্তির খবর। সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তি উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার ব্লু লাইন ও ইয়েলো লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। জাতীয় দিবস ও পুজোর দিনে শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে জানা গেছে।
কলকাতা মেট্রো জানিয়েছে, শুক্রবার ব্লু লাইনে স্বাভাবিক দিনের তুলনায় পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হলেও গুরুত্বপূর্ণ সময়ে যাত্রী পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে দিকেই বিশেষ নজর রাখা হয়েছে। সাধারণত ব্লু লাইনে যেখানে ২৭২টি মেট্রো চলে, সেখানে ওই দিন চলবে মোট ২৩৬টি মেট্রো পরিষেবা। এর মধ্যে থাকবে ১১৮টি আপ ও ১১৮টি ডাউন ট্রেন, পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত ২টি আপ পরিষেবা চালানো হবে।
ব্লু লাইনের বিশেষ সময়সূচি (২৩ জানুয়ারি)
প্রথম মেট্রো পরিষেবা
সকাল ৬:৫৫ – মহানায়ক উত্তম কুমার – দক্ষিণেশ্বর
সকাল ৬:৫৫ – দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম
সকাল ৬:৫৪ – শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর
সকাল ৬:৫০ – নোয়াপাড়া – শহীদ ক্ষুদিরাম
শেষ মেট্রো পরিষেবা
রাত ৯:২৮ – দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম
রাত ৯:৩৩ – শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর
রাত ৯:৪৩ – শহীদ ক্ষুদিরাম – নোয়াপাড়া
অন্যদিকে, বিমানবন্দরগামী যাত্রীদের কথা মাথায় রেখে ইয়েলো লাইনে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো পরিষেবা চালানো হবে, যেখানে স্বাভাবিক দিনে এই লাইনে ১২০টি ট্রেন চলাচল করে। এর মধ্যে থাকবে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন পরিষেবা।
ইয়েলো লাইনের সময়সূচি (২৩ জানুয়ারি)
প্রথম মেট্রো
সকাল ৭:১৮ – নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর
সকাল ৭:৪০ – জয় হিন্দ বিমানবন্দর – নোয়াপাড়া
শেষ মেট্রো
রাত ৮:৫৮ – নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর
রাত ৯:১৮ – জয় হিন্দ বিমানবন্দর – নোয়াপাড়া
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২৩ জানুয়ারি পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে, ফলে ওই লাইনের যাত্রীদের আলাদা করে চিন্তার কোনও কারণ নেই। কলকাতা আন্তর্জাতিক বইমেলার ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতিও শুরু করেছে মেট্রো রেল। বইমেলাকে কেন্দ্র করে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ব্লু লাইনে বিশেষ রবিবার পরিষেবা চালানো হবে। ওই দিন ব্লু লাইনে যেখানে সাধারণত ১৩০টি ট্রেন চলে, সেখানে বাড়িয়ে ১৬০টি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ফেব্রুয়ারি ব্লু লাইনের বিশেষ রবিবার পরিষেবা
প্রথম মেট্রো
সকাল ৯:০০ – দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম
সকাল ৯:০০ – শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর
সকাল ৯:০০ – নোয়াপাড়া – শহীদ ক্ষুদিরাম
শেষ মেট্রো
রাত ৯:৩৩ – দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম
রাত ৯:৩৩ – শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর
রাত ৯:৪৪ – শহীদ ক্ষুদিরাম – দমদম
তবে রবিবার হওয়ায় ওই দিন পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না।
