Sovan-Baisakhi Love story: রঙয়ের পাশাপাশি বৈশাখীর উষ্ণ ছোঁয়ায় রাঙলেন শোভন

Sovan-Baisakhi Love story: সাড়ম্বরে সারা দেশজুড়ে পালিত হচ্ছে দোলযাত্রা। বাচ্চা থেকে বয়স্ক, সবাই মেতেছেন এই বিশেষ অনুষ্ঠানে। একে অপরের আবীরে রাঙিয়ে দিয়েছে নব যুগল।

Sovan Chatterjee and Baisakhi Banerjee

Sovan-Baisakhi Love story: সাড়ম্বরে সারা দেশজুড়ে পালিত হচ্ছে দোলযাত্রা। বাচ্চা থেকে বয়স্ক, সবাই মেতেছেন এই বিশেষ অনুষ্ঠানে। একে অপরের আবীরে রাঙিয়ে দিয়েছে নব যুগল। তাঁরা নবযুগল না হলেও তাঁদের মনেও নতুন করে বসন্ত লেগেছে বারবার। এবারেও তার ব্যতিক্রম হল না। বসন্তের এই শুভ মুহুর্তে একে অপরকে রাঙিয়ে দিলেন শোভন-বৈশাখী (Sovan Chatterjee and Baisakhi Banerjee)৷

Advertisements

Sovan Chatterjee and Baisakhi Banerjee

বিজ্ঞাপন

সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ যদিও নিজেকে অরাজনৈতিক কখনই মনে করেন না তিনি৷ বারবার নিজের স্বভাবে সেটার জবাবও দিয়েছেন৷ সেই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বারবার আলোচনা হয়। আলোচনা হয় তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে৷ উৎসবের এই রঙিন দিনে একে অপরকে রাঙিয়ে দেওয়ার ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।

Sovan Chatterjee and Baisakhi Banerjee

এই মুহুর্তে পত্নী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ চলছে৷ দীর্ঘ দিন হল রত্নার সঙ্গে আর থাকেন না শোভন৷ শোভনের সঙ্গেই থাকেন বৈশাখী। কিন্তু বৈশাখীর হাতে শোভনকে এত সহজে তুলে দিতে নারাজ রত্না। অন্যদিকে, শোভনের হাত থেকে সিঁদূর নিয়ে নিজেকে শোভনের স্ত্রী বলেই দাবি করেন বৈশাখী। ত্রিকোণ প্রেমের গল্প এখন সারা বাংলার অজানা নয়৷ দোলের দিনে একে অপরকে রাঙিয়ে দিয়ে সেই চর্চাই বাড়িয়ে দিলেন তাঁরা।

Sovan Chatterjee and Baisakhi Banerjee