HomeWest BengalKolkata Cityদক্ষিণ কলকাতায় ফের ধাক্কা, টালিগঞ্জেই ফিরবে ৩২টি মেট্রো

দক্ষিণ কলকাতায় ফের ধাক্কা, টালিগঞ্জেই ফিরবে ৩২টি মেট্রো

- Advertisement -

কলকাতা: দুর্গাপুজোর আগেই ফের চাপে দক্ষিণ কলকাতার মেট্রো যাত্রীরা। দীর্ঘদিন ধরে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় ইতিমধ্যেই ক্ষোভ জমেছে সাধারণ যাত্রীদের মনে। তার মধ্যেই নতুন সিদ্ধান্ত ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে প্রতিদিনের একাংশ ট্রেন মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) (Tollygunge Metro) স্টেশনেই শেষ হবে। ফলে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় সরাসরি ট্রেন পরিষেবা পাওয়া যাবে না।

মেট্রো সূত্রের খবর অনুযায়ী, প্রতিদিনের ২৭২টি ট্রেনের মধ্যে ৩২টি আর কবি সুভাষ পর্যন্ত যাবে না। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান ৫ মিনিট রাখা হবে, আর অন্য সময়ে ৭ মিনিট। যাত্রী চাপ সামলাতেই এই ব্যবস্থা। তবে এর ফলে কবি সুভাষ ও শহীদ ক্ষুদিরাম স্টেশনমুখী যাত্রীরা ভোগান্তির শিকার হবেন বলেই আশঙ্কা।

   

কবি সুভাষ স্টেশন সংস্কারের কাজ চলছে জোরকদমে। সেখানে নতুন অবকাঠামো গড়ে তোলা, রেক ঘোরানোর পদ্ধতি উন্নত করা এবং যাত্রী নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই স্টেশনে স্বাভাবিক পরিষেবা চালু করা সম্ভব নয়। এদিকে, ক্ষুদিরাম স্টেশনেও নতুন করে রেক রিভার্সাল ব্যবস্থা চালুর কাজ শুরু হয়েছে।

শুধু সিদ্ধান্তেই নয়, বাস্তব সমস্যাও বাড়ছে যাত্রীদের। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষের দিকে যাচ্ছিল একটি ট্রেন। লাইন বদলের সময় গণ্ডগোল দেখা দেওয়ায় প্রায় আধঘণ্টা পরিষেবা বন্ধ থাকে। দুপুর ১টা ২০ থেকে ১টা ৫০ পর্যন্ত টালিগঞ্জ ও ক্ষুদিরামের মধ্যে কোনও মেট্রো চলেনি। হঠাৎ বিপত্তিতে ক্ষুব্ধ হন যাত্রীরা। অনেকেই দেরিতে পৌঁছনোর কারণে অফিসে সমস্যায় পড়েন।

নিয়মিত মেট্রো যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই নতুন কোনো সমস্যা তৈরি হচ্ছে। ট্রেন দেরি করে আসা, যান্ত্রিক গোলযোগ বা ভিড় সামলাতে না পারার কারণে হয়রানি বাড়ছে। পুজোর আগে যখন শহরে বাড়তি যাত্রী চাপ তৈরি হয়, তখন এই পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই।

তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতের জন্য বড় পরিবর্তনের পথে হাঁটছে তারা। মহানায়ক উত্তম কুমার স্টেশনে নতুন শেড তৈরি, ক্ষুদিরামে রেক রিভার্সালের উন্নত ব্যবস্থা এবং কবি সুভাষে সংস্কার শেষ হলে পরিষেবা স্বাভাবিক করা হবে। একই সঙ্গে প্রতিদিনের যাত্রা যাতে কিছুটা হলেও নির্বিঘ্ন হয়, সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো রেল।

সব মিলিয়ে, উৎসবের মুখে কলকাতাবাসীর মনে প্রশ্ন থেকেই যাচ্ছে— দুর্গাপুজোর ভিড়ে মেট্রো কি স্বস্তি দেবে, নাকি আবারও যোগ হবে নতুন ভোগান্তি?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular