HomeWest BengalKolkata CitySourav Ganguly: রাজ্যসভায় বিজেপির প্রার্থী? পঞ্চায়েত ভোটের দিন 'বড়' ঘোষণার দাবি সৌরভের

Sourav Ganguly: রাজ্যসভায় বিজেপির প্রার্থী? পঞ্চায়েত ভোটের দিন ‘বড়’ ঘোষণার দাবি সৌরভের

- Advertisement -

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন সোশ্যাল মিডিয়া পোস্টে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। জন্মদিনে কিছু বিশেষ ঘোষণা করবেন বলেই পোস্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে কি রাজ্যসভার বিজেপির প্রার্থী হতে চলেছেন তিনি? আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। তারই আভাস দেবেন প্রিন্স অফ কলকাতা?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান তিনি তাঁর জন্মদিনে বিশেষ ঘোষণা করবেন। আগামী ৮ জুলাই মহারাজ ৫১ এ পা দেবেন। শনিবার পড়েছে ৮ই জুলাই। ঠিক একই দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই তাঁর এই পোস্টে ফের শুরু হল রাজনৈতিক আলোচনা।

   

সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ফেসবুক প্রোফাইলে লেখেন, “আপনারা চেয়েছেন, এবং তাই সেটাই নিয়ে এলাম! আমার ৮ই জুলাই… জন্মদিনে বিশেষ কিছু ঘোষণা করব…অপেক্ষা করুন। লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে মহারাজ একটি ডায়েরি তে লিখছেন। শুধু দুটো শব্দ দেখা যাচ্ছে ডায়েরির পাতায়, ‘Leading With’। এখানেই যে লেখা শেষ নয় এবং তিনি আরও লিখবেন তা পরিস্কার।

কী ঘোষণা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? আপাতত জল্পনা তুঙ্গে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular