Loksabha election 2024 : প্রাক্তন শ্বশুর -জামাই মুখোমুখি ভোটের ময়দানে, হাড্ডাহাড্ডি লড়াই শ্রীরামপুরে

bjp-tmc

গতকাল রাতে বিজেপি বাকি ১৯জন প্রার্থীর নাম ঘোষণা করতেই শোরগোল পড়ে গেল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। হুগলির শ্রীরামপুর কেন্দ্রে বিজেপির তুরুপের তাস কবীর শঙ্কর বোস। যিনি আবার ঘটনাচক্রে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই! প্রসঙ্গত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগের তিনবারের সাংসদ। তাঁর শক্ত ঘাঁটি রয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, সেইখানেই বিজেপির তরুণ তুর্কি শঙ্কর কি ম্যাজিক দেখাতে পারবে ?

কল্যাণ-কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কবীর। তবে সেই বিয়ে টেকেনি। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। কবীর শঙ্কর বোস পেশায় আইনজীবী। বিগত পাঁচ বছর ধরে তিনি সক্রিয় রাজনীতিতে রয়েছেন। যদিও ভোটের ময়দানে এই প্রথম নয়, এর আগেও একুশের বিধানসভা নির্বাচনেও কবীর শঙ্করকে টিকিট দিয়েছিল বিজেপি। তবে সেবার তিনি জিততে পারেননি। তৃণমূলের সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হন।

   

সোমবার দোলের দিন সকাল থেকেই জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন তিনি। রং খেলতে খেলতেই কল্যাণ বলেন, ”বিরোধীদের সম্পর্কে কিছু বলব না।” উল্টোদিকে কবীর শঙ্কর সংবাদমাধ্যমকে বলেন, ”মানুষকে শুধু ভাঁওতা আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চুরি করা হয়েছে। বিশেষত পঞ্চায়েত এলাকায় শোচনীয় পরিস্থিতি।” এছাড়াও তিনি তাঁর জয়ের বিষয়ে বেশ নিশ্চিত।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন